অর্ণব মুখোপাধ্যায়, পুরী: পুরীর (Puri) রথযাত্রার (Rath Yatra) আজ দ্বিতীয় দিন। রথের মধ্যেই আজ মঙ্গলারতি হয়। নিবেদন করা হয় ভোগ। প্রথমে রয়েছে বলরামের রথ তালধ্বজ, এরপর সুভদ্রার রথ দর্পদলন বা পদ্মধ্বজ এবং সবশেষে জগন্নাথের রথ নন্দীঘোষ। অর্ধশতক পেরিয়ে এবার ফের তিথি অনুসারে নবযৌবন বেশ, নেত্র উৎসব, রথযাত্রা, সব একই দিনে পড়েছিল। গতকাল রথযাত্রা শুরু হতে দেরি হওয়ায় মাসির বাড়ি পৌঁছতে পারেননি জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আজ সকাল সকাল ফের গুন্ডিচাবাড়ির উদ্দেশ্যে রওনা দেবে ৩টি রথ।                                                                                                      


প্রসঙ্গত, ৫৩ বছর পর ফের বিরল ঘটনা ঘটেছে এবারের রথযাত্রায়। দু'দিন ধরে পালিত হচ্ছে পুরীর রথযাত্রা। রবিবার নবযৌবন বেশ ও নেত্র উৎসবের পর রথের রশিতে পড়ল টান। সোমবার ফের জগন্নাথদেবের নন্দীঘোষ, বলরামের তালধ্বজ ও সুভদ্রার দর্পদলন বা পদ্মধ্বজের যাত্রা শুরু হবে। 


রবিবারের রথযাত্রা


রাত দুটো থেকে শুরু হয় কর্মকাণ্ড। চেষ্টা করা হয়েছিল যাতে দ্রুত রথ টানা শুরু করা যায়। সেই অনুযায়ী, রবিবারই সকাল সোয়া দশটা নাগাদ চলে আসে আজ্ঞামালা। সকাল সোয়া ১১টা থেকে শুরু হয় পহন্ডী। গর্ভগৃহ থেকে ২২ ধাপে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে নামিয়ে আনা হয়। এরপর দুলিয়ে দুলিয়ে বাজনা বাজিয়ে বিগ্রকে তোলা হয় রথে পাঁচটা বাজার একটু আগে শুরু হয় পুরীর রথযাত্রা।


আরও পড়ুন , রেকর্ড ভিড়ে পুরীতে পদপিষ্ট পরিস্থিতি, ভয়ঙ্কর গরমেই অসুস্থ হয়ে পড়ছেন ভক্তরা?


এদিকে, রথযাত্রা উপলক্ষ্যে হুগলির মাহেশে লোকারণ্য। এবার ৬২৮ বছরে পড়ল এই রথযাত্রা। আগে ছিল কাঠের রথ। লোহার রথ তৈরি হয় ১৩৬ বছর আগে। ১২৫ টন ওজনের এই রথের উচ্চতা ৫০ ফুট। পুরীতে কয়েক বছর অন্তর জগন্নাথের নবকলেবর হয়। কিন্তু মাহেশে ৬২৮ বছর ধরে একই বিগ্রহের পুজো হচ্ছে। 


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে