অমিত জানা, দাঁতন, পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) দাঁতনে পুন্দড়া গ্রামে বোমা বিস্ফোরণ। বাড়ি মালিককে গ্রেফতার করেছে পুলিশ (Police)। অভিযুক্তের রাজনৈতিক পরিচয় নিয়ে তৃণমূল-বিজেপি চাপানউতোর।
স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ অধর গড়াইয়ের বাড়ির সেপটিক ট্যাঙ্কে মজুত বোমা ফেটে বিস্ফোরণ ঘটে। অভিযুক্তের পরিবার নিজেদের তৃণমূল সমর্থক বলে দাবি করলেও দলীয় যোগ অস্বীকার তৃণমূল (TMC) শিবিরের। বিজেপি (BJP) শিবিরের দাবি, পঞ্চায়েত ভোটের আগে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই তৃণমূলের মদতে বোমা মজুত করা হয়েছিল।
ফের বিস্ফোরণ দাঁতনে
৯ দিনে দ্বিতীয়বার। ফের বোমা বিস্ফোরণ পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। সোমবার রাতে হঠাৎই তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে দাঁতন ১ নম্বর ব্লকের পুন্দড়া গ্রাম। অধর গোরাই নামে এক ব্যক্তির বাড়ির পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কে, মজুত করা বোমা ফেটে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল, সেপটিক ট্যাঙ্কের টুকরো টুকরো অংশ কয়েক মিটার দূর পর্যন্ত ছিটকে পড়ে।
রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু বিতর্ক
অধর গোরাইকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর তার রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ধৃতের পরিবারের দাবি, তিনি তৃণমূল করেন। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি বিজেপি করেন অভিযুক্ত। বোমা বিস্ফোরণে ধৃতের স্ত্রী দীপালি গোরাই বলেছেন, 'আমরা বসে ছিলাম, তারপরই আওয়াজ। শুনে ভাবি হয়ত বাজ পড়েছে। দেখি বোমা ফেটেছে। হ্যাঁ তৃণমূল করত, আমার মনে হচ্ছে ষড়যন্ত্র করে বোমা মজুত করে রাখা হয়েছি। কারা ষড়যন্ত্র করেছিল, বলতে পারব না।'
দাঁতন ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি প্রতুল দাস বলেছেন, 'যার বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। তৃণমূলে নেই, বর্তমানে বিজেপি করে। পুলিশ গ্রেফতার করেছে।' বিজেপির সঙ্গে কোনও সম্পর্ক নেই অভিযুক্তের, পাল্টা দাবি করেছে গেরুয়া শিবির। মেদিনীপুর সাংগঠনিক জেলার বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী উমা বিশ্বাস বলেছেন, 'পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর তৃণমূল জেনে গেছে, পঞ্চায়েত ভোটে হার নিশ্চিত। তাই আমাদের ভয় দেখাতে বোমা মজুত। বিধানসভায় ভোট এই বুথে আমাদের লিড ছিল, তাই এসব করছে। নিজেরা বোমা মজুত করে আমাদের উপর দোষ চাপাচ্ছে।'
প্রসঙ্গত, পুন্দড়া থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে দাঁতন দু- নম্বর ব্লকের খণ্ডরুই। গত ২৪ এপ্রিল, ওই গ্রামে তাহের মল্লিক নামে এক ব্যক্তির বাড়িতে বিস্ফোরণ ঘটেছিল। সেখানেও মজুত বোমা ফেটেই বিস্ফোরণ ঘটেছিল বলে অভিযোগ।