বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: অস্ত্রসহ ১০ জন ডাকাতকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন থানার অন্তর্গত ১৩ নম্বর ওয়ার্ডের মুথুরাকাটি এলাকায়। পুলিশ সূত্রে খবর, এই চক্রটি অনেকদিন ধরেই এলাকায় ছিল। অনেকদিন ধরেই এই চক্রটিকে ধরার জন্য ফাঁদ পাতা হয়েছিল। কিন্তু বিভিন্নভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাচ্ছিল তারা। তবে গতকাল পুলিশের জালে ধরা পড়ে তারা। জানা গিয়েছে, গতকাল রাতে বেশ কিছু দুষ্কৃতীরা ডাকাতির উদ্দেশ্যে অস্ত্রসহ জড়ো হয়েছিল মুথুরাকাটি এলাকায়।


পুলিশ মধ্যরাতে খবর পেয়ে ওই এলাকায় হানা দেয়। পুলিশ আসার খবর কোনও ভাবে সেই দুষ্কৃতীদের কাছে পৌঁছে গিয়েছিল হয়ত। তাই সেখান থেকে পালিয়ে যায় অনেকেই।  কিছু দুষ্কৃতীরা পালিয়ে গেলেও শেখ ফিরোজ ও শেখ সাহেব সহ ১০ জন ডাকাতের দল কে গ্রেফতার করে টাউন থানার পুলিশ। তাদের কাছে একটি ওয়ান শাটার পিস্তল। একটি গুলি ও একটি খেলনা বন্দুক সহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। আজ ধৃতদের খড়গপুরে মহকুমা আদালতে তোলা হবে।


বড়বাজারে অস্ত্রসহ দুষ্কৃতী গ্রেফতার 


কিছুদিন আগেই বড়বাজারে অস্ত্রসহ কিছু দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছিল। এবিপি আনন্দ সেই খবর প্রকাশ করেছিল। বড়বাজার এলাকায় ডাকাতির ছক বানচাল করা হয়েছিল কিছুদিন আগে। লালবাজারের গুন্ডাদমন শাখার তত্পরতায় বানচাল হয়েছিল ডাকাতির ছক। অস্ত্র, গাড়ি-সহ গ্রেফতার হয়েছিলেন ৫ দুষ্কৃতী। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন রাত ১০টা নাগাদ হেস্টিংস মোড়ে কয়েকজনকে জড়ো হতে দেখে সন্দেহ হয় পুলিশের। পালানোর চেষ্টা করায় দুষ্কৃতীদের ধাওয়া করেন পুলিশ কর্মীরা। আটক করা হয় গাড়ি। ওই গাড়ি থেকে দুটি আগ্নেয়াস্ত্র, দুটি কার্তুজ-সহ বেশ কিছু ডাকাতির সরঞ্জাম উদ্ধার হয়েছে। ধৃত ৫ জন আনন্দপুর ও তিলজলা থানা এলাকার বাসিন্দা। 


আরও পড়ুন: ১৮ যাত্রী নিয়ে এনজেপি থেকে ঢাকা যাত্রা শুরু মিতালি এক্সপ্রেসের