বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: সম্পত্তির লোভে ভাসুর ও ননদের হাতে খুন গৃহবধূ (Murder Case)। অভিযোগ মৃতের পরিবারের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর (West Midnapore) জেলার পিংলা থানার অন্তর্গত মালিগ্রাম অঞ্চলের ঘুসুম পুকুর এলাকায়।


সম্পত্তির লোভে গৃহবধূকে খুন করেছে তার ভাসুর এমনটাই অভিযোগ মৃতের বাবা শেখ মোমিনের। দুই আড়াই মাস আগে শহীদ খানের সাথে বিয়ে হয় মুসকান বিবির। কাজের সূত্রে শহীদ খান বাইরে থাকেন। সেই সুযোগ উঠিয়ে সম্পত্তির লোভে মুসকানকে গতকাল রাতে খুন করেছে তার ভাসুর রফিজুল খান ও ননদ রুফসানা বলে অভিযোগ। আজ সকালে মেয়ের পরিবারকে জানানো হয়, তাঁদের মেয়ে মারা গেছে বলে। পরিবারের লোকেরা এসে দেখে মৃত মেয়ের শরীরে বিভিন্ন আঘাতের দাগ রয়েছে। পুলিশে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় পাঠিয়ে দেন। পরিবারের পক্ষ থেকে পিংলা থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়। পিংলা থানার পুলিশ গৃহবধুর ভাসুর রফিজুল খান ও ননদ রুফসানা আটক করেছে বলে পুলিশ সূত্রে খবর।


গত মাসেও একটি নৃশংস হত্যাকাণ্ড হয় বীরভূমে। নানুরে গোমড়া গ্রামে খুন হন এক গৃহবধূ। নিজের বাড়ীতেই খুন হন তিনি। জানা গিয়েছে, বাড়িতে একাই থাকতেন বছর চল্লিশের সঞ্চিতা শেঠ নামে ঐ গৃহবধূ। আজ সকালে  প্রতিবেশীরা  দেখতে না পেয়ে সন্দেহ হওয়ায় বাড়িতে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায়  ঘরের মধ্যে পড়ে রয়েছে ওই মহিলা। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, গলাতেও রয়েছে আঘাতের দাগ। এরপরেই ঠিক কী কারণে খুন হন ওই মহিলা, তা তদন্ত করে দেখে নানুর থানার পুলিশ।


আরও পড়ুন, ৩ মাস ধরে টালবাহানা, আলু নষ্টে মিলল না ক্ষতিপূরণ, বিক্ষোভ মেমারীর চাষীদের


জানা যায়, ছাদের দরজা ও বাড়ির মূল গেট খোলা ছিল। তবে ছাদের দরজা ভাঙা অবস্থায় রয়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন, ঐ মহিলা বাড়িতে একাই থাকতেন, এবং সকালে সবার আগেই তিনি বাড়ির দরজা খুলে বের হতেন। আজ সকালে উঠতে দেরি হওয়ায়,প্রতিবেশিরা ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরের মধ্যে থাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। শরীরে রয়েছে আঘাতের চিহ্ন। পরে নানুর থানার পুলিশ এসে, ময়নাতদন্তের জন্য দেহটি নিয়ে যায়।