সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: জলা জমিকে বাস্তু জমি দেখিয়ে বেআইনিভাবে বাড়ির প্ল্যান পাস করানোর অভিযোগ। ঘাটালে (Ghatal) গ্রেফতার অভিযুক্ত। টাকার বিনিময়ে ভুয়ো নথি তৈরি করে দিয়েছেন এক তৃণমূল (TMC) নেতা, দাবি ধৃতের। অভিযুক্ত তৃণমূল নেতার গ্রেফতারির দাবি তুলেছে বিজেপি (BJP)। পাল্টা গেরুয়া শিবিরকে বিঁধেছে শাসক দল।


বছর খানেক আগেও ঘাটাল পুরসভার ১৬নং ওয়ার্ডের এখানে ছিল পুকুর।  সেই পুকুর ভরাট করে এখন তোলা হচ্ছে বাড়ি। ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার বাড়ির মালিক।


পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত রাজকুমার সাঁতরা জলা জমিকে বাস্তু জমি দেখিয়ে টাকার বিনিময়ে ভুয়ো নথি তৈরি করেন। সেই নথি দেখিয়েই ঘাটাল পুরসভা থেকে বাড়ি তৈরির প্ল্যান পাস করানো হয় বলে অভিযোগ। ঘটনাটি জানতে পেরে ঘাটাল থানায় অভিযোগ দায়ের করে স্থানীয় ভূমি ও ভূমি রাজস্ব দফতর। তদন্তে নেমে বুধবার বাড়ি থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।


আরও পড়ুন, মাহেশের রথযাত্রায় এবার অনলাইনেই দেওয়া যাবে পুজো, কুরিয়ারে মিলবে ভোগ



ধৃতের দাবি, ৭ লক্ষ টাকার বিনিময়ে ভুয়ো নথি তৈরি করে দিয়েছেন ঘাটাল তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য দয়াময় চক্রবর্তী। ধৃত বাড়ির মালিক রাজকুমার সাঁতরা বলেন, "ঘাটাল মহকুমা আদালতের আইনজীবী দয়াময় চক্রবর্তী সাড়ে ৭ লক্ষ টাকা নিয়ে এই বাস্তুর কাগজ করে দিয়েছেন।" 


অভিযুক্ত তৃণমূল নেতার প্রতিক্রিয়া মেলেনি।তদন্তের আশ্বাস দিয়েছে দলীয় নেতৃত্ব। ঘাটাল পুরসভার তৃণমূল নেতা ও পুরপ্রধান তুহিন বেরা বলেন, "আমরা তদন্ত করে দেখব যদি কোন ভুল থাকে প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে।" এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।


ঘাটালের শীতল কপাট বলেন, "রাজকুমার সাঁতরা যতটা না দোষ করেছে তার থেকে অনেক বেশি দোষ করেছে পুরসভার তরফে টাকার বিনিময়ে যে প্ল্যান পাস করেছে। তাঁকে আগে গ্রেফতার করা উচিত।"  পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অজিত মাইতি বলেন, "আমাদের দল বা প্রশাসন অপরাধ করলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এটাই তার প্রমাণ। বিজেপিশাসিত রাজ্যগুলোতে কোনও ব্যবস্থা নেওয়া হয় না।" 


ঘাটাল থানা সূত্রে খবর, অভিযুক্ত দয়াময় চক্রবর্তীর নাগাল পেতে খোঁজ চালাচ্ছে পুলিশ। বেআইনি নির্মাণের অভিযোগে ধৃত বাসিন্দার  দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ঘাটাল মহকুমা আদালত।