কলকাতা: পোকো এফ৪ ৫জি (Poco F4 Pro 5G) ফোন লঞ্চ হল ভারতে। পোকোর (Poco) এই নতুন ফোন মোট তিনটি র্যান ও স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে দেশে। বলা হচ্ছে, এই ফোন রেডমি কে৪০এস ফোনের রিব্র্যান্ডেড ভার্সান। আইকিউওও নিও ৬, মোটোরোলা এজ ৩০, স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি--- এই তিনটি ফোনের সঙ্গে ভারতের বাজারে জমিয়ে প্রতিযোগিতায় নামবে পোকো এফ৪ ৫জি। এই ফোনের বিভিন্ন স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এবং ফিচার ও স্পেসিফিকেশনগুলো দেখে নিন।
পোকো এফ৪ ৫জি ফোনের দাম
এই ফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২৭,৯৯৯ টাকা। ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২৯,৯৯৯ টাকা। আর ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৩,৯৯৯ টাকা। নেবুলা গ্রিন এবং নাইট ব্ল্যাক- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে পোকো এফ৪ ৫জি ফোন। আগামী ২৭ জুন থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। ফ্লিপকার্টের মাধ্যমে কিনতে পারবে আগ্রহীরা। প্রাথমিক ভাবে ক্রেতারা ১০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। এসবিআই- এর কার্ডে ফোন কিনলে অতিরিক্ত ৩০০০ টাকা ছাড় পাওয়া যাবে।
পোকো এফ৪ ৫জি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
ডিসপ্লে এবং প্রসেসর- ডুয়াল সিমের (ন্যানো) স্লট রয়েছে এই ফোনে। তার সঙ্গে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ই৪ অ্যামোলেড ডিসপ্লে। এই ফোনে একটি স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর রয়েছে।
ক্যামেরা- ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস রয়েছে এই ফোনে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
ব্যাটারি এবং চার্জিং- ৪৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে পোকো এফ৪ ৫জি ফোনে। তার সঙ্গে রয়েছে ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার। ফোনের ওজন ১৯৫ গ্রাম। উল্লেখ্য বিষয় এই ফোনে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজের পরিমাণ বাড়ানো সম্ভব নয়।
আরও পড়ুন- ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নয়া ফোন, কম দামে দুরন্ত ফিচার