পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরে কেশিয়াড়িতে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সমিতির ২ জয়ী প্রার্থী (Panchayat Winner Candidate)। চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে (Job fraud Case) গ্রেফতার রামপদ সিংহ। ধৃতের বিরুদ্ধে ৪০৬ ও ৪২০ ধারায় মামলা রুজু। বোর্ড গঠনে অংশ নিতে দেবে না বলে রাজনৈতিক চক্রান্ত, অভিযোগ ধৃতের।


গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থী রামপদ সিং


পশ্চিম মেদিনীপুরে কেশিয়াড়িতে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থী রামপদ সিং । পুলিশ সূত্রে জানা গেছে, কেশিয়াড়ীর লালুয়া অঞ্চলের  কুকাই এলাকার থেকে তৃণমূল কংগ্রেসের  পঞ্চায়েত সমিতির পার্থী ছিলেন রামপদ সিং জয়ী ও হয়েছিলেন এই রামপদ। তবে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে ধৃতকে আজ সকালে লালুয়া এলাকা থেকে গ্ৰেফতার করে কেশিয়াড়ী পুলিশ। ধৃতকে আজ খড়্গপুর মহকুমা আদালতে ও তোলা হবে।


'রাজনৈতিক চক্রান্ত করে ফাঁসানো হয়েছে', অভিযোগ ধৃতর, ধৃতদের তোলা হল মেদিনীপুর আদালতে


পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের বিরুদ্ধে ৪০৬/৪২০ ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে অপর দিকে ধৃত রামপদর অভিযোগ, পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে, তাকে  রাজনৈতিক চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। কেশিয়াড়িতে ২০১৭ সালে এক তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার করা হল দল থেকে বহিষ্কৃত তৃণমূল নেতা ফটিক রঞ্জন পাহাড়ি সহ ২ জনকে। ধৃতদের তোলা হল মেদিনীপুর আদালতে।


 দিঘা থেকে জয়ী প্রার্থী ফটিক রঞ্জনকে গ্রেফতার করে সিআইডি


পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়িতে তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় ওরফে ঝাড়েশ্বর সাঁতরার খুনের ঘটনায়, তৃণমূলের টিকিতে জয়লাভ করা কেশিয়াড়ির পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থী ফটিক রঞ্জন পাহাড়িকে গতকাল রাতে দিঘা থেকে গ্রেফতার করে সিআইডি। ফটিক পাহাড়ির পাশাপাশি গ্রেফতার করা হয় কার্তিক পালুই কেউ। দুজনকেই আজ তোলা হল মেদিনীপুর জেলা ও দায়রা আদালতে।


আরও পড়ুন, যাদবপুরকাণ্ডে জয়দীপ ছাড়াও ২ পড়ুয়ার বিরুদ্ধে পুলিশকে বাধাদানের অভিযোগ


'দলের সিদ্ধান্তই সবাইকে মানতে হবে'


বিজেপির অভিযোগ, পঞ্চায়েত সমিতি গঠনের দিন দলের নির্দেশ না মানাতেই এইভাবে তাকে গ্রেফতার করা হল। অভিযোগ ঘুরিয়ে স্বীকার করে তৃণমূলের বক্তব্য, দলের সিদ্ধান্তই সবাইকে মানতে হবে। উল্লেখ্য কয়েকদিন আগেই সিদ্ধান্ত না মানায় ফটিক পাহাড়িকে দল থেকে বহিষ্কার করেছিল তৃণমূল।