বিশ্বজিৎ দাস, খড়গপুর: দিন দুপুরে দুই ব্যক্তির উপরে ধারালো অস্ত্র নিয়ে চড়াও। খড়গপুরে হামলা চালিয়ে টাকা ছিনতাই। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
খড়গপুরে দিন দুপুরে ছিনতাই: ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন থানার অন্তর্গত ডেভেলপমেন্ট এলাকায়। বেসরকারি অর্থলগ্নী সংস্থা পিএফএ ক্যাপিটাল লিমিটেডের দুই কর্মী আজ দুপুরে ডেভলপমেন্ট এলাকায় এক জনের বাড়ি থেকে লোনের টাকা নিয়ে ফিরছিলেন। মোটরসাইকেল করে ফেরার পথে খড়গপুর শহরের ডেভলপমেন্ট মোড়ে তিন চারজন দুস্কৃতী তাঁদের পথ আটকায়। পুলিশ সূত্রে খবর, প্রত্যেকের মুখ বাধা অবস্থায় ছিল। অভিযোগ, মোটরসাইকেল থামিয়ে কুড়ুল দিয়ে মাথায় ও মুখে আঘাত করে। এরপরই টাকার ব্যাগ ও মোবাইল নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা। সেই ব্যাগে প্রায় ৩০ হাজার টাকা ছিল বলে অভিযোগ অর্থলগ্নী সংস্থার কর্মী সুরজ দাসের। আহত দুজনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় খড়গপুর টাউন থানার পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটল তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অর্থলগ্নী সংস্থার কর্মীদের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: WBCHSE WB HS Results 2024: সাঁওতালি মাধ্যমে প্রথম, বাঁকুড়ার জ্যোৎস্না হতে চান শিক্ষিকা