অমিত জানা, সবং: বাবাকে খুন করে বাথরুমের গর্তে পুঁতে ফেলার অভিযোগ। অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) সবংয়ের (Sabang) ঘটনা। কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন সুভাষ প্রামাণিক। পরে বাড়ির বাথরুমের ভিতর থেকে গন্ধ ছড়ানোয় পুলিশে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। পরে সবং থানার পুলিশ দেহ উদ্ধার করে। গ্রেফতার ১ ছেলে, পলাতক অন্য ছেলে, তদন্তে পুলিশ। 


বাবাকে খুনের অভিযোগ ছেলেদের বিরুদ্ধে: স্থানীয় সূত্রে খবর, কিছু দিন ধরেই নিখোঁজ ছিলেন সুভাষ প্রামাণিক নামে ওই ব্যক্তি। তাঁর খোঁজে তল্লাশি চলছিলই। এদিন বাথরুম থেকে গন্ধ বেরোতে শুরু করে। স্থানীয়রা বেগতিক বুঝেই খবর দেয় পুলিশকে। পুলিশ এসে বাথরুম খুলতেই দেহ মেলে। ঘটনায় ইতিমধ্যেই এক ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক আরেক ছেলে। কিন্তু কী কারণে খুন? পারিবারিক বিবাদ? সম্পত্তি নিয়ে বিবাদ? নাকি অন্যকিছু? ঘটনার তদন্ত শুরু করেছে সবং থানার পুলিশ। 


এদিকে মৃত এনভিএফ কর্মীর ছেলে পরিচয়ে চাকরি হাতানোর চেষ্টার অভিযোগ উঠল। অভিযুক্ত-সহ ৩ জনকে গ্রেফতার করল পশ্চিম মেদিনীপুর কোতয়ালি থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন নিজেকে এনভিএফ অ্যাসোসিয়েশনের পদাধিকারী বলে দাবি করেছেন। ধৃত ৩ জনের ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। পুলিশ সূত্রে খবর, মৃত এনভিএফ কর্মী নারায়ণ মাইতির ছেলে পরিচয়ে চাকরির আবেদন করেন কেশিয়াড়ির বাসিন্দা উজ্জ্বল মাইতি। পুলিশের স্পট ভেরিফিকেশনে ভুয়ো তথ্য ধরা পড়ে। শনিবার ওই যুবক-সহ জালিয়াতি চক্রের আরও ২ পাণ্ডাকে গ্রেফতার করে পুলিশ।  


অন্যদিকে, কৃষকদের বিলির জন্য রাখা বীজধান লুঠের অভিযোগ উঠল, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের তৃণমূল পরিচালিত এক পঞ্চায়েতের উপ প্রধানের বিরুদ্ধে। আর অভিযোগ এনেছেন খোদ প্রধান। এনিয়ে শুরু হয়েছে তরজা। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। 


আরও পড়ুন : Coochbehar News: পরিবার নিয়ে আশ্রয় ভিন রাজ্যে, ঘরে ফিরতে চেয়ে ভিডিও বার্তা শীতলকুচির বিজেপি নেতার