কলকাতা: এই গল্পের শুরু এক ছাপোষা মানুষের জীবনকে নিয়ে। মধ্যবয়স্ক সম্বলহীন এক ব্যক্তির হাতে হঠাৎ এসে পড়ে একটা টাকায় ভর্তি ব্যাগ। এক মুহূর্তে যেন বদলে যায় তাঁর গোটা জীবন। সব হারিয়ে কার্যত নিস্ব হয়ে বসে থাকা একটা মানুষ শু করে স্বপ্ন দেখতে। হ্যাঁঁ, স্বপ্নই তো। ঘর বাঁধার। নিজের কাছের মানুষকে নিয়ে গ্রামের বাড়িতে সংসার করার। কিন্তু টাকা একা আসে না। সেই সঙ্গে আগে অনেক গল্প, অশান্তি। এই গল্পের মোড়েও রয়েছে তেমনই সব ঘটনা। যে টাকা নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন ওই ব্যক্তি, সেই টাকাই তাঁর জীবনে বয়ে আনে অশান্তি। ঠিক এমনই ঘটনাকে কেন্দ্র করে এগিয়ে যাবে 'সিটি অফ জ্যালেকস' (City of Jackals) ছবির গল্প।
সুজিত দত্ত (রিনো)-র পরিচালনায় আসতে চলেছে নতুন ছবি 'সিটি অফ জ্যালেকস'। ছবির মুখ্যভূমিকায় রয়েছেন জয় সেনগুপ্ত ( Joy Sengupta), সায়নী ঘোষ (Shayani Ghosh), শান্তিলাল মুখোপাধ্যায় (Shantilaal Mukherjee), খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee), অমিত সাহা (Amit Saha), ও দেবপ্রসাদ হালদার (Devproshad Haldar)।
পরিচালক সুজিত দত্ত (রিনো) এই ছবি সম্পর্কে বলছেন,''সিটি অফ জ্যাকেলস' (City of Jackals) আসলে একটি ক্রাইম ড্রামা। একটা টান টান থ্রিলার রয়েছে এই ছবিতে। এই ছবির মধ্যে দিয়ে একজন নিতান্ত সাধারণ মানুষ, বঞ্চিত শ্রেণীর একজন মানুষের জীবনে ঘটে যাওয়া অস্বাভাবিক ঘটনাবলী তুলে ধরার চেষ্টা করেছি। টাকা একদিকে মানুষকে যেমন স্বপ্ন দেখতে শেখায়, অন্যদিকে টাকা যে মানুষকে অন্ধকার, অসৎ পরিস্থিতিতে দাঁড় করাতে পারে, সেই কঠিন বাস্তব দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এই ছবিতে টাকা অন্যতম এক কেন্দ্রীয় চরিত্র বলা যায়। নভেম্বর মাসেই বড় পর্দায় আসছে এই ছবি। আশা করি সকলের খুব ভালো লাগবে।'
আরও পড়ুন: Nusrat Jahan: ডায়েটকে 'টাটা', দুর্গাপুজোদুর্গাপুজোর স্রোতে গা ভাসাতে তৈরি নুসরত" target="_blank" rel="dofollow noopener">র স্রোতে গা ভাসাতে তৈরি নুসরত
ভয়, বিশ্বাসঘাতকতা আরও বিভিন্ন পরিস্থিতিতে মানুষের মনের অবস্থার ছবি আঁকা হবে সিনেমায়। ভয়, বিশ্বাসঘাতকতা, সন্দেহ তাকে সব কিছু থেকে দূরে অন্ধকারের দিকে ঠেলে দেয়, কি হয় তারপর? সেই গল্পই শোনাবে সুজিত দত্তের ছবি 'সিটি অফ জ্যাকেলস' (City of Jackals)। নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।
প্রসঙ্গত, এই ছবির লুক সবার প্রথমে প্রকাশ্যে আনল এবিপি লাইভ (ABP Live)। ছবিতে সায়নীকে দেখা যাচ্ছে একেবারে অন্যরকম লুকে। বাকি সব অভিনেতা অভিনেত্রীদের লুকেও চমক রয়েছে। প্রার্থনা রিটেল প্রজেক্টস প্রাইভেট লিমিটেড ও মুভি টুভি মিডিয়া প্রাইভেট লিমিটেড প্রযোজিত, আর কে সিংহ ও আশীষ মেটা পরিবেশিত এই ছবি 'সিটি অফ জ্যাকেলস'।