অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: খড়গপুরে (Kharagpur) দিলীপ ঘোষের (Dilip Ghosh) মঞ্চেই ‘প্রতারক’! চাকরির নামে প্রতারণার অভিযোগে বিজেপির সভাতেই ধুন্ধুমার দিলীপের মঞ্চ থেকে টেনে নামিয়ে মহিলাকে দড়ি দিয়ে বেঁধে মারের অভিযোগ।খড়গপুরের গোলবাজারে রেলে বিজেপির শ্রমিক সংগঠনের সভায় এই ঘটনা ঘিরে বিতর্কের ঝড়। মালদা থেকে আসা একজনকে প্রতারক বলে অভিযোগ সংগঠনেরই একাংশের।
অনুষ্ঠানে চলাকালীনই মঞ্চ থেকে টেনে হিঁচড়ে নামিয়ে বেধড়ক মারের অভিযোগ। মারধরের পরে দড়ি দিয়ে বেঁধে রাখলেন বিজেপিরই শ্রমিক সংগঠনের কর্মীরা। প্রতারণার অভিযোগ নিয়ে মুখে কুলুপ বিজেপির শ্রমিক সংগঠনের নেতাদের। 'কিছু জানার থাকলে সংগঠনের নেতাদের জিজ্ঞেস করুন', মন্তব্য দিলীপ ঘোষের। প্রসঙ্গত, চাকরির নামে প্রতারণার অভিযোগ এই প্রথমবার নয়, রাজ্যে একের পর এক মামলায় নাম জড়িয়েছে রাজ্যের শাসকদলের। তারমধ্যে অন্যতম এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা। এই মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যা নিয়ে সরব রাজ্য বিজেপি সহ বিরোধীরা। আর এবার উলটপূরাণ। স্বাভাবিকভাবেই এই ঘটনায় বিতর্কের ঝড় উঠেছে। গরুপাচার মামলায় এবং এসএসসি দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত এবং মদন। এদিকে অনুব্রত, শাসকদলকে পাশে পেলেও, একাকী পার্থ। পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধারে কটাক্ষ উঠেছে। তার মাঝেই অর্পিতা-পার্থকে নিয়ে তৈরি হয়েছে একাধিক মিম। তাঁদের ফ্ল্যাট থেকে একাধিক বিস্ফোরক তথ্য বাইরে এসেছে।
আরও পড়ুন, 'এটাই হবার ছিল, সবাই মিলে এবার ঝগড়া করে মরবে', অনুপম ইস্যুতে তোপ সৌগত-র
পার্থ গ্রেফতারের পর নাম না নিয়ে মমতা বলেছেন, প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড হোক হোক। এই ঘটনায় একাধিকবার মুখ খুলেছেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত, এসএসসিনিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে প্রথম দিকে সিবিআই দফতরে তলব করা হচ্ছিল। কিন্তু আচমকাই পার্থ-সহ রাজ্যের একাধিক হেভিওয়েটের বাড়িতে অভিযান চালায় ইডি। আর তারপরেই বেরিয়ে আসে অর্পিতা-র যোগ সূত্র। বেরিয়ে পড়ে কোটি কোটি টাকা, সোনা, কোম্পানির হদিস। গ্রেফতার হন পার্থ। প্রথম কয়েকদিন মুখ না খুললেও, পরে সংবাদ মাধ্যমের সামনে তিনি আচমকাই বলে ওঠেন, 'আমার টাকার নয়। আমি ষড়যন্ত্রের শিকার।' যদিও একাধিকবার পার্থ চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেছেন, কারা ষড়যন্ত্র করেছে ? বলুন, বলেছেন দিলীপ। অবশেষে এবার আদালতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন পার্থ। তিনি বলেন 'সময় মতো সব প্রমাণ হবে, কেউ ছাড় পাবে না।' দিলীপ ঘোষ এদিন বলেন, 'কেউ ছাড় পাবে না, বলছেন তো অনেকদিন পার্থ চট্টোপাধ্যায়। উনি ছাড় পাবেন না এটাতো আমরা নিশ্চিত। উনি একা এই পাপের সঙ্গে যুক্ত নন আমরা জানি। আর যারা যুক্ত তাঁদের নাম বলুন।'