অলোক সাঁতরা, পশ্চিম মেদিনীপুর : দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা অবশেষে সরছে মেদিনীপুর শহর সংলগ্ন ডাম্পিং গ্রাউন্ড থেকে। জানা যাচ্ছে, গত ৫০ বছর ধরে জমে থাকা জঞ্জালের পাহাড় সরানোর জন্য পদক্ষেপ নিয়েছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথিরিটি। পাশাপাশি, জঞ্জাল সরিয়ে সেই জায়গায় বিশেষ উদ্যান তৈরি হবে বলেও জানিয়েছেন মেদিনীপুর পৌরসভার ভারপ্রাপ্ত আধিকারিক।


১৮৬৫ সালে গঠিত হয় মেদিনীপুর পৌরসভা। সেই সময়ে এই পৌরসভা এলাকায় প্রায় তিরিশ হাজার মানুষের বাস ছিল। বর্তমানে সেখানে প্রায় আড়াই লক্ষ মানুষের বসবাস। সূত্রের খবর, মেদিনীপুর পৌর এলাকার ২৫টি ওয়ার্ডের আবর্জনা গত ৫০ বছর ধরে ধর্মা এলাকার জাতীয় সড়কের পাশে প্রায় সাড়ে এগারো একরের একটি জমিতে ফেলা হচ্ছিল। দীর্ঘদিন ধরে সেই ময়লা জঞ্জাল জমে জমে তা প্রায় পাহাড়ের আকার নিয়েছিল। স্বাভাবিকভাবেই এর ফলে পরিবেশ দূষণের সৃষ্টি হচ্ছিল। জমা আবর্জনার দুর্গন্ধে শোচনীয় অবস্থা হয়েছিল এলাকার বাসিন্দাদের। বহু মানুষ তাঁদের আশেপাশের জমিও ব্যবহার করতে পারছিলেন না এর ফলে। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের উদ্যোগে শুরু হয়েছে আবর্জনা সরানোর কাজ। জানা যাচ্ছে, কয়েকমাসের লক্ষ্য নিয়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ শুরু হওয়ায় বর্তমানে প্রায় ৩৫ শতাংশ আবর্জনা মুক্তকরণের কাজও হয়েছে। 


এই প্রসঙ্গে মেদিনীপুর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক কৌশিক রানা বলেছেন যে, 'আগামী ৬ মাসের মধ্যেই আশা করা যাচ্ছে সম্পূর্ণ আবর্জনামুক্ত করে তোলা যাবে। প্রায় সাড়ে এগারো একর যে জমির উপর দীর্ঘ পঞ্চাশ বছর ধরে আবর্জনা ফেলা হচ্ছিল, সেই মাঠ খালি করে বাড়তি মাঠে একটি বিশেষ উদ্যানও তৈরি করা হবে মেদিনীপুর পৌরসভার উদ্যোগে। এতদিন ধরে যে সমস্যায় ছিলেন এলাকাবাসীরা, তা থেকে তাঁরা মুক্তি পাবেন।' পৌরসভার কর্তাদেরও আশা, এলাকা দূষণমুক্ত হওয়ার পাশাপাশি দৃশ্যদূষণও মুক্ত হবে বলে। 


এত বছর ধরে এলাকায় আবর্জনার পাহাড় জমে থাকায় কার্যত বসবাস করাই কঠিন হয়ে পড়েছিল এলাকার বাসিন্দাদের। বহু মানুষ নিজেদের জমি না ব্যবহার করতে পারার পাশাপাশি অনেকেই নতুন বাড়ি তৈরি করলেও স্বাভাবিকভাবে জীবন-যাপন করতে পারছিলেন না। আবর্জনার দুর্গন্ধে প্রাণ ওষ্ঠাগত হয়ে গিয়েছিল এলাকাবাসীদের। তাঁদের অভিযোগ, বহুদিন ধরেই তাঁরা জমা আবর্জনা পরিস্কারের আবেদন জানিয়েছিলেন। শুধু তাই নয়, বিষয়টা নিয়ে অনেকেই আইনি পদক্ষেপও নিয়েছিলেন। কিন্তু কোনও কিছুতেই যখন কোনও কাজ হয়নি, তখন পৌরসভার পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে দরবার করা হবে। তাঁর হস্তক্ষেপে অবশেষে একটি সংস্থাকে আবর্জনা সরানোর দায়িত্ব দেয় কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি। বিদেশী মেশিনের সাহায্যে সেই সংস্থা বিপুল পরিমাণে আবর্জনা সরানোর কাজ চালাচ্ছে। এত বছর ধরে জমে থাকা আবর্জনা সরানোর কাজ শুরু হওয়ায় খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকার বাসিন্দারা।