সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: আবাস যোজনার (PMAY) নতুন তালিকা নিয়েও ক্ষোভ। তৃণমূলের পার্টি অফিসের সামনে বিক্ষোভ এলাকাবাসীদের। এনকোয়ারির পরেও, পাকা বাড়ি থাকা ব্যাক্তিরা বাড়ি প্রাপকের তালিকায় রয়েছেন, বাড়ি না থাকা পরিবারের নাম তালিকায় নেই। এই অভিযোগ তুলে এবার পশ্চিম মেদিনীপুর (West Midnapore) জেলার খড়গপুর-১ নং ব্লকের ৭ নং বড়কোলা অঞ্চলের মোহনপুর এলাকায় তৃণমূলের পার্টি অফিসের (TMC Office) সামনে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। 


অবিলম্বে পুনরায় তদন্ত করারও দাবি জানায় তারা। ঘটনা নিয়ে ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানাবেন বলে জানালেন তারা। অন্যদিকে পার্টি অফিসে ফর্ম ফিলাপের দায়িত্বে থাকা খড়গপুর-১ নং ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ বিষ্ণুপদ সিং বলেন, আপাতত প্রথম দফায় ৩১ টি বাড়ি এসেছে। সেগুলোর ফর্ম ফিলাপ চলছে। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই একের পর এক আবাস দুর্নীতির অভিযোগ উঠেছে জেলায় জেলায়। তার মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় 'দুর্নীতি'র অভিযোগ ওঠে মুর্শিদাবাদেও। তাতে নেতা-আধিকারকদের রোষের মুখেও পড়ছেন। আর এবার সেই 'জনরোষের' আশঙ্কায় গণইস্তফা মুর্শিদাবাদে। পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান-সহ মোট ১৭ জন ইস্তফা দিলেন শনিবার। কাঁদতে কাঁদতে পদত্যাগ করলেন প্রধান। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুরের মালিহাটি ২ নম্বর পঞ্চায়েত এলাকায়। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠছে যে ভাবে, তাতেই গণ ইস্তফা দেন সকলে। ইস্তফা দেন ভরতপুর ২ নম্বর পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান-সহ ১৭ জন।  দুর্নীতির অভিযোগ ঘিরে জনরোষে পড়ার আশঙ্কাতেই পদত্যাগ বলে জানিয়েছেন তাঁরা। 


অপরদিকে, আবাস যোজনার ঘরের তালিকায় নাম থাকা সত্ত্বেও নাম কেটে দেওয়ার অভিযোগ ওঠে। কোচবিহারের তুফানগঞ্জ-ভাটিবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। যোগ্য়রা ঘর না পাওয়ার অভিযোগে বিক্ষোভ নদিয়া ও হুগলিতে। তিন জেলাতেই প্রশাসনের আশ্বাস, অভিযোগ খতিয়ে দেখা হবে। তুফানগঞ্জে পথ আটকে প্রতিবাদ করা হয়। নাকাশিপাড়ায় পঞ্চায়েতে বিক্ষোভ দেখানো হয়। কোদালিয়ায় পঞ্চায়েত সদস্যকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। সবই আবাস যোজনা নিয়ে অভিযোগ। যত দিন যাচ্ছে ততই জেলায় জেলায় বাড়ছে ক্ষোভ। চলছে প্রতিবাদ-বিক্ষোভ। আবাস যোজনার ঘর প্রাপকদের তালিকায় নাম থাকা সত্বেও নাম কেটে দেওয়ার অভিযোগ উঠেছে কোচবিহারের তুফানগঞ্জ ১ নং ব্লকে। প্রতিবাদে শুক্রবার সকালে অন্দরান ফুলবাড়ী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়ায় তুফানগঞ্জ-ভাটিবাড়ি রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েত প্রশাসনের বিরুদ্ধেই অভিযোগ করেছেন। দীর্ঘক্ষণ রাজ্য সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ-অবস্থান। তারপরে প্রশাসনের আশ্বাসে ঘণ্টাখানেক পরে পথ অবরোধ ওঠে। সমস্যা সমাধানের আশ্বাস দেন তুফানগঞ্জ ১-এর বিডিও দেবঋষি বন্দ্যোপাধ্যায়।


আরও পড়ুন, চাষের কাজ দেখতে বেরিয়েছিলেন, বেঘোরে মৃত্যু পরিযায়ী শ্রমিকের, কাঠগড়ায় বিএসএফ


 প্রায় একইরকম দুর্নীতির অভিযোগে সরগরম হয়েছে নদিয়ার নাকাশিপাড়াও। অভিযোগ, গরিব মানুষ ঘর পাচ্ছেন না, যাঁদের দোতলা পাকা বাড়ি রয়েছে, তাঁদের নাম উঠছে আবাস যোজনা প্রাপকদের তালিকায়। এমনই অভিযোগে সরগরম নদিয়ার নাকাশিপাড়া ব্লকের পাটিকাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রতিবাদে পঞ্চায়েত অফিসের বাইরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। যোগ্যরা প্রকল্পের সুবিধা না পাওয়ায় পঞ্চায়েতে বিক্ষোভ দেখানো হয়। যদিও অভিযোগ অস্বীকার করা হয়েছে  নাকাশিপাড়ার পাটিকাবাড়ি পঞ্চায়েতের কর্তৃপক্ষের তরফে।