সৌমেন চক্রবর্তী, সোমনাথ দাস ও দীপক ঘোষ, পশ্চিম মেদিনীপুর: ঘাটালে শিশু মেলা নিয়ে প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দেবের সামনেই সংঘর্ষে জড়ালেন তৃণমূল সাংসদ ও প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের অনুগামীরা। লাঠি, বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল দেবের এক অনুগামীর। এই ঘটনায় কড়া পদক্ষেপ করেছে শীর্ষ নেতৃত্ব। 


ঘাটালে তৃণমূল সাংসদ  দেব বলেন, 'আমি শঙ্করবাবুকে বলি ওখানে গিয়ে কোনও ঝামেলা যদি হয় তাহলে কিন্তু তোমার দায়িত্ব। তোমাকে এটা টেক কেয়ার করতে হবে।'উপনির্বাচনে বিরোধীদের হোয়াইটওয়াশ করার পরদিনই অর্থাৎ রবিবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ধুন্ধুমার বাধে ঘাটালে। আঙুল উঁচিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলেন দেব। কিন্তু লাভের লাভ কিছুই হল না।  ঝরল রক্ত! ১৬ থেকে ২৫ জানুয়ারি ঘাটালে শিশুমেলার আয়োজন নিয়ে রবিবার ফের একবার সামনে চলে আসে, ঘাটালের তৃণমূল সাংসদ দেব ও ঘাটালের প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দলুইয়ের গোষ্ঠীদ্বন্দ্ব। 


ঝামেলার সূত্রপাত ঘাটালের শিশুমেলার আয়োজনকে ঘিরে। সূত্রের দাবি, এবার ২৮ নভেম্বর মেলা নিয়ে বৈঠক ডেকেছিলেন দেব। কিন্তু অভিযোগ তার আগে ২১ তারিখেই বৈঠক করে নেন শঙ্কর দলুই।সম্প্রতি ঘাটালের তৃণমূল সাংসদ দেব বলেছিলেন, 'মিটিংয়ে আমাকে ডাকা হয়নি বা আমাকে জানানো হয়নি। আমি শঙ্করদাকে যেদিন হওয়ার কথা ছিল তার একদিন আগে ফোন করি। আমি বলি সবাইকে নিয়ে মিটিংটা কর। কিন্তু সকাল বেলা উঠে দেখলাম যে একতরফা হয়ে গেছে। সেখান থেকে দ্বন্দ্বটা শুরু হয়।'


আরও পড়ুন, মিটিং সেরে ফিরছিলেন বাড়ি, তারপর যা হল BJP-র পঞ্চায়েত সদস্যার সঙ্গে ! বিস্ফোরক অভিযোগ হুগলিতে..


এই প্রেক্ষাপটে দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে কোলাঘাটে বৈঠকে বসে সবপক্ষ। তারপর ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে আসেন দেব ও শঙ্কর দলুই। সকালে একসঙ্গে দু'জনকে হাসিমুখে স্টেডিয়ামে ঢুকতে দেখা যায়। হাতও মেলান। কিন্তু ভিতরে ঢুকতেই বদলে যায় ছবিটা। তৃণমূল কংগ্রেস সাংসদ দেব বলেন, 'আজকে আমি খুবই দুঃখিত। আমার ১১ বছরের রাজনীতির জীবনে এরকম প্রথম ঘটনা হল। আজকে যদি ৫ হাজার লোক সকাল থেকে জমায়েত ছিল, তাহলে প্রশাসন সেটা দেখতে পারত। এখানে আসার পর জানতে পারলাম যে এটা সকাল থেকে চলছে। ভিতরে লাঠি রাখা ছিল। তাহলে প্রশাসন সেটা কেন দেখেনি।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।