বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: লোকসভা ভোট (Lok Sabha Vote 2024) শেষ হতেই ক্রমশ হিংসার বহর বেড়েই চলেছে (Post Poll Violence)। জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) খবর উঠে আসছে। এবার ৪ দিনের মাথায় বাড়িতে ফিরল BJP কর্মীর মৃতদেহ। 


মৃত্যুর চার দিনের মাথায় রাত ১১.৫০ মিনিট নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের পুরুষোত্তম নগরের বাড়িতে ফিরল বিজেপি কর্মী সঞ্জয় বেড়ার মৃতদেহ। মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়ল পরিবারের সদস্যরা। বিজেপি নেতাকর্মীরা সঞ্জয় বেড়ার মৃতদেহে বিজেপির নেতাকর্মীরা বাড়িতে পৌঁছে সঞ্জয় বেলার মৃতদেহে মালা দেন। তারপর পরিবারের সদস্যরা চোখে জল নিয়ে সঞ্জয় বেড়ার মৃতদেহ সৎকারের জন্য নিয়ে গেলেন। পরিবারের সদস্যরা দাবি, যারা এই ঘটনার পেছনে আছে, তাঁদের পরম শাস্তি হয়। 


লোকসভা ভোটের পর অব্যহত হিংসা জেলায় জেলায়। হাওড়ার পাঁচলায় ভোট-পরবর্তী হিংসায় বিজেপি কর্মী, সমর্থক মিলিয়ে প্রায় ২০০ জন ঘরছাড়া হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পাঁচলার বেলডুবি গ্রামে আতঙ্কের পরিবেশ। সন্ত্রাসের নেপথ্যে তৃণমূল প্রধানের হাত, তাই পুলিশ নীরব দর্শক, অভিযোগ বিজেপির। কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করিয়েছে বিজেপি, পাল্টা অভিযোগ করেছেন তৃণমূল বিধায়ক। হাওড়া লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে ২০ মে। অভিযোগ, ভোট মিটতেই ঘরছাড়া হয়েছেন পাঁচলার বেলডুবি গ্রামের প্রায় ২০০ জন বিজেপি কর্মী, সমর্থক। কার্যত পুরুষ শূন্য গ্রাম। বিজেপি কর্মীদের অভিযোগ, ঘটনার সূত্রপাত ছাপ্পা ভোটকে কেন্দ্র করে। বাধা দেওয়ায় বুথের মধ্যেই তাদের ২ পোলিং এজেন্টকে মারধর করা হয়। 


কোথাও চলল গুলি। কোথাও বোমাবাজির অভিযোগ। কোথাও অবাধে ভাঙচুর। ভোট পরবর্তী হিংসার জেরে অশান্তি ছড়াচ্ছে উত্তর ২৪ পরগনার নানা প্রান্তে। বসিরহাটের পিফাবাজারে প্রকাশ্যে এভাবে গুলি করল পালায় দুষ্কৃতী। সেই ঘটনাকে ঘিরে যখন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, তখন সেই বসিরহাট কেন্দ্রের হাড়োয়াতে বিজেপি কর্মী খলিল মোল্লাকে মোটরবাইক থেকে নামিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।  অন্যদিকে INTTUC নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছিল। নৈহাটিতে আক্রান্ত বিজেপি কর্মীর বাড়ি যান অর্জুন সিং।


আরও পড়ুন, আজ জগন্নাথের স্নানযাত্রা,গজবেশে জগন্নাথদেবকে দর্শন করা যাবে দিনভর


অন্যদিকে ভোট মেটার পর, নৈহাটিতে বিজেপি কর্মী, পেশায় টোটো চালক সাধন ঘোষকে মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এদিন তাঁর বাড়িতে যান ব্যারাকপুরের পরাজিত বিজেপি প্রার্থী অর্জুন সিং। তবে শুধু বিরোধীরা নয়। আমডাঙায় তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। বোমাবাজির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িও।