West Bengal news Live Updates : নিউটাউনে ফের গতির বলি, বাইক আরোহী তরুণীর মৃত্যু

West Bengal News: জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর এক নজরে ।

ABP Ananda Last Updated: 22 Jun 2024 11:23 PM
West Bengal Live News Updates: গড়িয়ায় তৃণমূল কাউন্সিলরের অফিসে প্রকাশ্যে দুষ্কৃতী তাণ্ডব

গড়িয়ায় তৃণমূল কাউন্সিলরের অফিসে প্রকাশ্যে দুষ্কৃতী তাণ্ডব। বাঁশ-লাঠি নিয়ে হামলা। আহত ৩। হামলাকারীরাও দলের, মানলেন কাউন্সিলর। 

WB Live News Updates: পশ্চিম বর্ধমানের কাঁকসায় গ্রেফতার সন্দেহভাজন জঙ্গি

পশ্চিম বর্ধমানের কাঁকসায় গ্রেফতার সন্দেহভাজন জঙ্গি। রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার সন্দেহভাজন জঙ্গি। 'ধৃত মহম্মদ হাবিবুল্লা বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলামের সদস্য। বিশেষ অ্যাপের মাধ্যমে জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখত হাবিবুল্লা। আনসার-আল-ইসলাম ওরফে শাহদাদ বাংলাদেশের সক্রিয় জঙ্গি সংগঠন'। পাকিস্তান-সহ বিশ্বের নানা প্রান্তে রয়েছে শাহদাদের মডিউল, খবর এসটিএফ সূত্রে।

West Bengal Live News Updates: নিউটাউনে ফের গতির বলি, বাইক আরোহী তরুণীর মৃত্যু

নিউটাউনে ফের গতির বলি, বাইক আরোহী তরুণীর মৃত্যু। ইকো পার্কের কাছে দাঁড়িয়ে থাকা ট্যাক্সিতে ধাক্কা বাইকের। ট্যাক্সিতে ধাক্কা বাইকের, নিহত তরুণী, আহত চালক। নিহত ত্রিয়াসী পালের বাড়ি হুগলির চুঁচুড়ায়। নিউটাউনের নারকেল বাগানের দিক থেকে যাওয়ার সময় দুর্ঘটনা। 

NTA DG Update: এন্ট্রান্স-কেলেঙ্কারি নিয়ে তোলপাড়, অপসারিত NTA-এর ডিজি

এন্ট্রান্স-কেলেঙ্কারি নিয়ে তোলপাড়, অপসারিত NTA-এর ডিজি। নিট-নেট নিয়ে দুর্নীতির অভিযোগের মধ্যেই অপসারিত NTA-এর ডিজি। কম্পালসারি ওয়েটিংয়ে NTA-এর ডিজি সুবোধ কুমার সিংহ। আপাতত NTA-এর ডিজির দায়িত্বে প্রদীপ কুমার খারোলা। 

West Bengal Live News Updates: শিয়ালদা ডিভিশনের আরও তিনটি প্ল্যাটফর্ম থেকে শুরু হল ১২ কামরার লোকাল ট্রেনের যাতায়াত

শিয়ালদা ডিভিশনের আরও তিনটি প্ল্যাটফর্ম থেকে শুরু হল ১২ কামরার লোকাল ট্রেনের যাতায়াত। রেলের হিসেব অনুযায়ী, ১২ বগির ট্রেন চালু হলে প্রায় হাজার জন অতিরিক্ত যাত্রী যাতায়াত করতে পারবেন। আগামী সপ্তাহে খুলে যেতে পারে আরও ২টি প্ল্যাটফর্ম, আশা রেলের। 

WB Live News Updates: ২ উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শপথগ্রহণে রাজ্যপালের চিঠি

২ উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শপথগ্রহণে রাজ্যপালের চিঠি। '২৬ জুন, বেলা ১২টায় শপথগ্রহণের জন্য ২ বিধায়ককে চিঠি'। শপথগ্রহণের জন্য সায়ন্তিকা, রেয়াত হোসেনকে চিঠি রাজভবনের। কিন্তু ২ বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন কে? এখনও ধোঁয়াশা।

West Bengal Live News Updates: 'এলাকায় কোথাও চলবে না কোনও কর্মীর অন্যায় আবদার'

'এলাকায় কোথাও চলবে না কোনও কর্মীর অন্যায় আবদার', মানিকতলা উপনির্বাচনের আগে কর্মিসভায় কুণালের হুঁশিয়ারি। 'সময় থাকতে সতর্ক হোন, না হলে আইনি ব্যবস্থা', হুঁশিয়ারি কুণালের।

WB Live News Updates: হাওড়ার বালটিকুড়িতে মালগাড়ির ইঞ্জিনে আগুন-আতঙ্ক

ফের রেলে বিপত্তি। হাওড়ার বালটিকুড়িতে মালগাড়ির ইঞ্জিনে আগুন-আতঙ্ক। সাঁতরাগাছির দিকে যাওয়ার সময় দুটি ইঞ্জিনের একটিতে আগুন। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। হাওড়া-আমতা সেকশনে কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল ব্যাহত। 

West Bengal Live News Updates: লোকসভা ভোটে পুর এলাকায় ধাক্কা, পরিষেবা নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

লোকসভা ভোটে পুর এলাকায় ধাক্কা, পরিষেবা নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। সোমবার রাজ্যের সব পুরসভার মেয়র-চেয়ারপার্সনদের নবান্নে তলব। ডাকা হয়েছে পুর উন্নয়নের সঙ্গে যুক্ত আধিকারিকদেরও। 

WB Live News Updates: বারাসাতের পর অশোকনগর, মোহনপুর, গুজবে ফের গণপিটুনি!

বারাসাতের পর অশোকনগর, মোহনপুর, গুজবে ফের গণপিটুনি! অশোকনগরে ছেলেধরা গুজবে মানসিক ভারসাম্যহীন তরুণীকে মার। ব্যারাকপুরের মোহনপুরে তরুণীকে উদ্ধার করতে গিয়ে আহত ৩ পুলিশ কর্মী, গ্রেফতার ১৫। ব্য়ারাকপুরের মোহনপুরে ছেলেধরা গুজবে যুবককে মার, ৩জন গ্রেফতার। পরিকল্পনা করে হামলা, দাবি আক্রান্তের পরিবারের। গুজব নয়, মহিলার সঙ্গে অভব্যতার জেরে মারধর, দাবি ব্যারাকপুর কমিশনারেট সূত্রে।

West Bengal Live News Updates: নিট ও নেট প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদে এবার পথে নামল এবিভিপি

বিজেপির বিরুদ্ধেই প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগ। নিট ও নেট প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদে এবার পথে নামল এবিভিপি। কলেজ স্কোয়ারে বিক্ষোভ।

WB Live News Updates: ভোটের দিন হিরণকে বাধা দেওয়ার জন্য মিলল পুরস্কার!

ভোটের দিন হিরণকে বাধা দেওয়ার পুরস্কার! কেশপুরে হিরণের গাড়ি আটকানোয়, কর্মীদের সম্বর্ধনা দিল তৃণমূল। কপালে তিলক কেটে মালা পরিয়ে সম্বর্ধনা দিল তৃণমূল কংগ্রেস। 

West Bengal Live News Updates: চা বাগান দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে গুলিবৃষ্টি

চা বাগান দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে গুলিবৃষ্টি। ছররা গুলিতে আহত বেশ কয়েকজন। ঘটনাস্থলে চোপড়া থানার পুলিশ। 

WB Live News Updates: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে আক্রান্ত পুলিশ! ফাটল মাথা

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে আক্রান্ত পুলিশ! দোকানদার ও ক্রেতার ঝামেলা মেটাতে গিয়ে মাথা ফাটল জঙ্গিপুরের এএসআইয়ের। আক্রান্ত এএসআইয়ের নাম কিশোর ঘোষ। পাল্টা লাঠি উঁচিয়ে ধাওয়া করে পুলিশ। বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি, আটক ১১। 

West Bengal Live News Updates: হাওড়া ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার চেষ্টা যুবকের, প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় উদ্ধার

প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় যুবককে উদ্ধার করা সম্ভব হয়। যুবকের নাম-পরিচয় জানা যায়নি। যুবক কীভাবে কাঁটাতার টপকে রেলিং-এর পাশে পৌঁছে গেলেন খতিয়ে দেখছে পুলিশ। 

WB Live News Updates: হাওড়া ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার চেষ্টা যুবকের

হাওড়া ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার চেষ্টা যুবকের। ব্রিজের চার ও পাঁচ নম্বর পিলারের মাঝখানে রেলিং টপকে গঙ্গায় ঝাঁপ দেওযার চেষ্টা। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। 

West Bengal Live News Updates: নন্দীগ্রামের সীতানন্দ কলেজে এবিভিপির পতাকা টাঙানোকে কেন্দ্র করে উত্তেজনা

নন্দীগ্রামের সীতানন্দ কলেজে এবিভিপির পতাকা টাঙানোকে কেন্দ্র করে উত্তেজনা। টিএমসিপি ও এবিভিপি সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা, ধস্তাধস্তি। টিএমসিপির অভিযোগ এবিভিপির সমর্থকরা বহিরাগতদের এনে গন্ডগোল করার চেষ্টা করছে। এবিভিপির পাল্টা দাবি বহিরাগত এনেছে টিএমসিপিই। 

WB Live News Updates:কসবায় ২ কাউন্সিলরের সংঘাত, শোকজ করল তৃণমূল

কসবায় ২ কাউন্সিলরের সংঘাত, শোকজ করল তৃণমূল। 'গত কয়েকদিন কলকাতা পুরসভার কিছু কিছু কাউন্সিলরের অনভিপ্রেত আচরণ লক্ষ্য করা যাচ্ছিল। এ বিষয়ে দল কঠোর অবস্থান নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলের ডিসিপ্লিনারি কমিটি ২ কাউন্সিলরকে শো কজ করেছে। ১১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজ মণ্ডল ও ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে শোকজ করা হয়েছে। তাঁদের আচরণের ফলে দলের মুখ মলিন হয়েছে, এই মর্মে তাঁদের কাছে কৈফিয়ত চাওয়া হয়েছে', জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। 

West Bengal Live News Updates:গড়িয়ায় তৃণমূল কাউন্সিলরের অফিসে দুষ্কৃতী তাণ্ডব

গড়িয়ায় তৃণমূল কাউন্সিলরের অফিসে দুষ্কৃতী তাণ্ডব। রাজপুর সোনারপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের অফিসে দুষ্কৃতী হানা। বাঁশ-লাঠি নিয়ে হামলা চালানোর অভিযোগ। হামলায় আহত তৃণমূল কাউন্সিলর পিন্টু দেবনাথের ৩ অনুগামী। ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার পুলিশ। 

WB Live News Updates: নন্দীগ্রামে টিএমসিপি-এবিভিপি সংঘর্ষ

নন্দীগ্রামে টিএমসিপি-এবিভিপি সংঘর্ষ। সীতানন্দ কলেজে এবিভিপি-র পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা। দুপক্ষের মধ্যে বচসা ধাক্কাধাক্কি। টিএমসিপি সমর্থকদের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ। পাল্টা এবিভিপি-র বিরুদ্ধে বহিরাগত এনে অশান্তির চেষ্টার অভিযোগ টিএমসিপি-র। 

West Bengal Live News Updates: গড়িয়ায় তৃণমূল কাউন্সিলরের অফিসে দুষ্কৃতী তাণ্ডব

গড়িয়ায় তৃণমূল কাউন্সিলরের অফিসে দুষ্কৃতী তাণ্ডব। রাজপুর সোনারপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের অফিসে দুষ্কৃতী হানা। বাঁশ-লাঠি নিয়ে হামলা চালানোর অভিযোগ। হামলায় আহত তৃণমূল কাউন্সিলর পিন্টু দেবনাথের ৩ অনুগামী। ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার পুলিশ। 

WB Live News Updates:উত্তর ২৪ পরগনায় গুজবের জেরে গণপিটুনি অব্যাহত

উত্তর ২৪ পরগনায় গুজবের জেরে গণপিটুনি অব্যাহত। বারাসাতের পর এবার অশোকনগর ও ব্যারাকপুরের মোহনপুর। অশোকনগরের ভুরকুণ্ডায় মানসিক ভারসাম্যহীন তরুণীকে মার। তাঁকে উদ্ধার করতে গেলে আক্রান্ত হয় পুলিশও। অশোকনগরের ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মোহনপুর গণপিটুনিকাণ্ডে গ্রেফতার ৩। 

WB Live News Updates:গার্স্টিন প্লেস অগ্নিকাণ্ডে প্রায় এক ঘণ্টা পর আসে দমকল, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের

ভোর রাতে ৫ গার্স্টিন প্লেসে বিধ্বংসী আগুন। একটি পুরনো বাড়ির তিনতলায় লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্য়ে কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ। এক পাশে সেন্ট জনস চার্চ ও অন্য়দিকে কলকাতার প্রতিষ্ঠাতা জোব চার্নকের সমাধি। এই হেরিটেজ এলাকায় আগুনে আতঙ্ক ছড়াল স্থানীয়দের মধ্য়ে। স্থানীয় বাসিন্দা ও স্থানীয় কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠকের অভিযোগ ঘটনাস্থল থেকে দমকলের সদর দফতরের দূরত্ব ১০ মিনিটের হলেও খবর দেওয়ার প্রায় এক ঘণ্টা পর আসে দমকল। 

WB Live News Updates: লাগু হল নতুন প্রশ্নফাঁস বিরোধী আইন, কী কী উল্লেখ ?

নিট ও নেট নিয়ে তোলপাড়ের মাঝেই শুক্রবার লাগু হল নতুন প্রশ্নফাঁস বিরোধী আইন। এনিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার। নতুন আইনে উল্লেখ করা হয়েছে ১৫ টি বিষয়। এই ১৫ টির মধ্য়ে যে কোনও একটি কাজে যুক্ত থাকলেই যেতে হতে পারে জেলে। পরীক্ষার আগে প্রশ্নপত্র বা উত্তর ফাঁস করলে কিংবা প্রশ্নপত্র বা উত্তর ফাঁসে অন্য কারও সঙ্গে যুক্ত থাকলে কড়া শাস্তির মুখে পড়তে হবে। কোনও অধিকার ছাড়াই প্রশ্নপত্র বা OMR শিট দেখলে অথবা নিজের কাছে রাখলে অথবা অননুমোদিত হয়েও পরীক্ষার সময় এক বা একাধিক প্রশ্নের উত্তর প্রকাশ করলে কঠোর শাস্তির বিধান রয়েছে আইনে। পরীক্ষায় উত্তর লিখতে পরীক্ষার্থীকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করলে, উত্তরপত্র বা OMR শীটে অমিল, কোনও অধিকার বা ত্রুটি ছাড়াই মূল্যায়নে হেরফের করলেও কড়া শাস্তির মুখে পড়তে হবে। 

WB Live News Updates: স্নানযাত্রায় রামকৃষ্ণ দেবের বিশেষ পুজো বেলুড় মঠে

আজ জগন্নাথের স্নানযাত্রা, রামকৃষ্ণ দেবের বিশেষ পুজো বেলুড় মঠে

WB Live News Updates: নিট প্রশ্নফাঁস কাণ্ডে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার ৫

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ঝাড়খণ্ড থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ঝাড়খণ্ডের হাজারিবাগের এক কেন্দ্র থেকে ফাঁস হয়েছিল নিট প্রশ্নপত্র, খবর সূত্রের। পাটনায় উদ্ধার পোড়া প্রশ্নপত্র থেকে মিলেছে এই তথ্য, খবর সূত্রের। ঝাড়খণ্ডে গাড়িতে করে পালানোর সময় কয়েকজন সন্দেহভাজনকে আটক করে রাজ্য পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদে মিলেছে বেশ কিছু তথ্য, জানিয়েছে ঝাড়খণ্ড পুলিশ। 

WB Live News Updates: দুর্নীতির এজেন্ট শিক্ষক?

বাঘের ঘরে ঘোগের বাসা। তদন্তে চাকরি বিক্রির এজেন্ট হিসেবে ১১ শিক্ষকের নাম। অযোগ্য়দের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য। আগামী সপ্তাহে ৩৭ জনকে তলব সিবিআইয়ের।

West Bengal Live News Updates: দুর্নীতির এজেন্ট শিক্ষক?

বাঘের ঘরে ঘোগের বাসা। তদন্তে চাকরি বিক্রির এজেন্ট হিসেবে ১১ শিক্ষকের নাম। অযোগ্য়দের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য। আগামী সপ্তাহে ৩৭ জনকে তলব সিবিআইয়ের।

WB Live News Updates: তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের লাভপুর

এলাকা দখল ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের লাভপুর। ঘটনায় আহত হয়েছেন পাঁচ জন। চার জনকে বর্ধমান মেডিক্য়াল কলেজ ও বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্য়ে ২ জনের আঘাত গুরুতর। একে অপরের বিরুদ্ধে বাঁশ-লাঠি নিয়ে হামলার অভিযোগ তুলেছে দু'পক্ষই। স্থানীয় সূত্রে খবর, লোকসভা ভোটের ফল বেরনোর পর থেকেই কুন্নাহার গ্রাম পঞ্চায়েতের প্রধান আঙুর শেখ ও তৃণমূল নেতা বসির শেখের মধ্য়ে গন্ডগোল চলছে। শুক্রবার তা চরমে ওঠে। বসির শেখের অভিযোগ, প্রধানের অনুগামীরা তাদের মারধর করেছে। যদিও পারিবারিক বিবাদের ফলে সংঘর্ষ বলে পাল্টা দাবি আঙুর শেখের। 

West Bengal Live News Updates: আজ জগন্নাথের স্নানযাত্রা

আজ জগন্নাথের স্নানযাত্রা। হুগলির মাহেশে এই স্নানযাত্রার বয়স ৬২৮ বছর। বিকেল নয়, ৪৭ বছর পর এবার ভোর থেকে চলছে স্নানযাত্রা। গজবেশে জগন্নাথদেবকে দর্শন করা যাবে দিনভর। 

NEET Scam: নিট প্রশ্নফাঁস কাণ্ডে নতুন তথ্য

নিট প্রশ্নফাঁস কাণ্ডে নতুন তথ্য। ঝাড়খণ্ডের হাজারিবাগের এক কেন্দ্র থেকে ফাঁস হয়েছিল নিট প্রশ্নপত্র, খবর সূত্রের। পাটনায় উদ্ধার পোড়া প্রশ্নপত্র থেকে মিলেছে এই তথ্য, খবর সূত্রের। ঝাড়খণ্ডে গাড়িতে করে পালানোর সময় কয়েকজন সন্দেহভাজনকে আটক করে রাজ্য পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদে মিলেছে বেশ কিছু তথ্য, জানিয়েছে ঝাড়খণ্ড পুলিশ। 

NEET Controversy : নিট ও নেট নিয়ে তোলপাড়ের মাঝেই প্রশ্নফাঁসকাণ্ডে নয়া আইন লাগু করল কেন্দ্রীয় সরকার

নিট ও নেট নিয়ে তোলপাড়ের মাঝেই প্রশ্নফাঁসকাণ্ডে শুক্রবার রাত থেকেই নয়া আইন লাগু করল কেন্দ্রীয় সরকার। এই মর্মে জারি করা হল বিজ্ঞপ্তি। নতুন আইনে উল্লেখ করা হয়েছে ১৫ টি বিষয়। এই ১৫ টির মধ্য়ে যে কোনও একটি কাজে যুক্ত থাকলেই যেতে হতে পারে জেলে। সর্বনিম্ন ৫ বছর থেকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত হতে পারে জেল। জরিমানা হতে পারে সর্বোচ্চ ১ কোটি টাকা। পরীক্ষার আগে প্রশ্নপত্র বা উত্তর ফাঁস করলে, প্রশ্নপত্র ফাঁসে অন্য কারও সঙ্গে যুক্ত হলে, কোনও অধিকার ছাড়াই প্রশ্নপত্র বা ওএমআর শিট নিজের কাছে রাখলে নেওয়া হবে কড়া ব্যবস্থা। যে কোনও পরীক্ষায় পরীক্ষার্থীকে প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে উত্তর লিখতে সাহায্য করলেও নতুন আইনে থাকছে কঠোর সংস্থান। ভুয়ো পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হলে, ভুয়ো অ্যাডমিট কার্ড ইস্যু করলে বা ভুয়ো অফার লেটার ইস্যু করলেও নতুন আইনে থাকছে কড়া ব্যবস্থা নেওয়ার সংস্থান। কোনও সংগঠিত গ্যাং অথবা কোনও প্রতিষ্ঠানের অসাধু উপায়ে আর্থিক লাভবান হওয়া রুখতেই লাগু করা হল লোক পরীক্ষা আইন ২০২৪। ফেব্রুয়ারি মাসেই পাস হয়ে যাওয়ার পর, ২১ শে জুন অর্থাৎ শুক্রবার থেকে লাগু করা হল নয়া আইন।
 


West Bengal Live News Updates:আজ জগন্নাথের স্নানযাত্রা

আজ জগন্নাথের স্নানযাত্রা। হুগলির মাহেশে এই স্নানযাত্রার বয়স ৬২৮ বছর। বিকেল নয়, ৪৭ বছর পর এবার ভোর থেকে চলছে স্নানযাত্রা। গজবেশে জগন্নাথদেবকে দর্শন করা যাবে দিনভর। 

HC On Post Poll Violence: ভোট-পরবর্তী অশান্তির ঘটনায় কী মন্তব্য হাইকোর্টের ?

ভোট-পরবর্তী অশান্তির ঘটনায় আক্রান্ত ও ঘরছাড়াদের নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সেই মামলায় কড়া মন্তব্য হাইকোর্টের। আমরা চাই মঙ্গলবারের মধ্যে সব ঘরছাড়া ব্যক্তি বাড়ি ফিরুক। মন্তব্য বিচারপতি হরিশ টন্ডনের। 

West Bengal Live News Updates: মুখ্যমন্ত্রীকে রাজ্যপালের চিঠি

মুখ্যমন্ত্রী কে রাজ্যপালের চিঠি। এবার আইন শৃঙ্খলার অবনতি নিয়ে এই চিঠি বলে সূত্রের খবর।ভোট পরবর্তী হিংসা।বিরোধী দলনেতা শুভেনদু অধিকারীর এবং বিজিপি ঘরছাড়া কর্মীদের রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে নিয়ে রাজ্য রাজ্যপালের সংঘাত ইতিমধ্যেই দেখা গেছে।এবার আইন শৃঙ্খলা অবনতি এবং তার যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী কে চিঠি দিলেন রাজ্যপাল।

WB Live News Updates: ৫ নম্বর গার্স্টিন প্লেসের একটি বাড়িতে আগুন,ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন

সাত সকালে শহরে ফের ভয়াবহ আগুন। ৫ নম্বর গার্স্টিন প্লেসের একটি বাড়িতে আগুন । ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন। সরান হল ওই বাড়ির বাসিন্দাদের। আজ ভোর সাড়ে ৩টে নাগাদ আগুন লাগে ওই বাড়িতে

NEET Scam: নিট ও নেট বিতর্কে তোলপাড়ের মধ্যেই নতুন আইন লাগু কেন্দ্রের

নিট ও নেট বিতর্কে তোলপাড়ের মধ্যেই নতুন আইন লাগু কেন্দ্রের। কার্যকর পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট। সরকারি পরীক্ষায় প্রশ্নফাঁস হলে কড়া শাস্তির সংস্থান। জারি গেজেট বিজ্ঞপ্তি। 

Fire Incident: কলকাতায় ফের ভয়াবহ আগুন

কলকাতায় ফের ভয়াবহ আগুন। ৫ নম্বর গার্স্টিন প্লেসে অগ্নিকাণ্ড, তড়িঘড়ি সরানো হল বাসিন্দাদের। ভিতরে বিস্ফোরণের শব্দ। ঘিঞ্জি এলাকায় আতঙ্ক। 

প্রেক্ষাপট

কলকাতা: কলকাতায় ফের ভয়াবহ আগুন (Fire Incident) । ৫ নম্বর গার্স্টিন প্লেসে অগ্নিকাণ্ড, তড়িঘড়ি সরানো হল বাসিন্দাদের। নিট ও নেট বিতর্কে তোলপাড় দেশ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি তৃণমূলের।পাল্টা বাংলায় শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে খোঁচা বিজেপির। নিট ও নেট (NEET Scam) বিতর্কে তোলপাড়ের মধ্যেই নতুন আইন লাগু কেন্দ্রের। ভোট-পরবর্তী সন্ত্রাস নিয়ে কড়া মন্তব্য হাইকোর্টের (High Court)। 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.