সৌমেন চক্রবর্তী ও সমীরণ পাল, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর (West Midnapore) জেলা তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) ভার্চুয়াল বৈঠকে (Virtual Meeting) শোনা গেল চোর কটাক্ষ। অস্বস্তিতে পড়ে তড়িঘড়ি বৈঠক শেষ করেন TMCP ছাত্র নেতারা। বৃহস্পতিবারের ঘটনার অডিও ক্লিপ ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। বিরোধীদের ঘাড়েই দায় চাপিয়েছে TMCP। ওদেরই দলের কাজ, পাল্টা আক্রমণ শানিয়েছে SFI ও ABVP। 


চোর চোর কটাক্ষ: এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা নিয়ে টিএমসিপি-র প্রস্তুতি বৈঠকে শোনা গেল চোর চোর কটাক্ষ! অস্বস্তিতে পড়ে তড়িঘড়ি বৈঠক শেষ করতে বাধ্য় হলেন TMCP নেতারা। 


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে নবজোয়ার যাত্রার প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার ব্লক, শহর এবং প্রত্যেক কলেজের ইউনিটকে নিয়ে ভার্চুয়াল বৈঠক ডাকেন TMCP-র পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। বৈঠকে উপস্থিত ছিলেন খোদ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সাধারণ সম্পাদক, যিনি আবার পশ্চিম মেদিনীপুরের পর্যবেক্ষক। 


অডিও ক্লিপ ঘিরে বিতর্ক: চোর চোর চোর চোর. . .ঘটনার অডিও ক্লিপ ভাইরাল (Viral Video) হতেই শুরু হয়েছে বিতর্ক। যদিও, দলের ভার্চুয়াল বৈঠকে চোর স্লোগান দেওয়ার দায় বিরোধীদের ঘাড়েই চাপিয়েছে TMCP নেতৃত্ব। 


তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) রাজ্য সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তী বলছেন, আমাদের বৈঠক ছিল। কেউ কেউ ঢুকে ভুলভাল মন্তব্য করেছে। বিরোধীদের কাজ। প্রশাসনের দ্বারস্থ হব।মেদিনীপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুজয় হাজরার কথায়, যে সভাপতি হয়েছে, ও নতুন। ও হয়ত বিষয়টা জানে না। কারা যোগ দেবে আগে থেকে খোঁজ নেওয়া দরকার ছিল। 


যদিও, এ বিষয়ে কিছু বলতে চাননি এই বৈঠকের আহ্বায়ক ও TMCP-র পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ । পশ্চিম মেদিনীপুরে যখন তৃণমূল ছাত্র পরিষদের বৈঠকে চোর কটাক্ষ শোনা যাচ্ছে চোর চোর চোর চোর...


তখন, উত্তর ২৪ পরগনার গুমা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ২৫ জন তৃণমূল কর্মী (TMC) । তাঁদের দাবি, দলত্যাগের পিছনে রয়েছে সেই 'চোর' কটাক্ষ!  যে কোনও দিন ঘোষণা করা হতে পারে পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট। তার আগে জেলায় জেলায় চড়ছে সংঘাতের সুর । 


আরও পড়ুন: Rally Update: ১২ বছর পর রাজ্যের মুখ্যমন্ত্রীর পাড়া দিয়ে পেরলো মিছিল, উঠল 'চোর' স্লোগান