কলকাতা: দেবের (Dev Adhikari) জ্যাঠতুতো ভাইয়ের বিরুদ্ধে থানায় শিউলি সাহা। দেবের জ্যাঠতুতো ভাইয়ের বিরুদ্ধে থানায় (Police Station) অভিযোগ দায়ের। বিক্রম অধিকারীর বিরুদ্ধে থানায় অভিযোগ কেশপুরের (Keshpur) তৃণমূল (TMC) বিধায়কের (MLA)। আবাসের (Awas Yojana) টাকা পেতে তৃণমূল নেতাদের কাটমানি দিতে হয়, অভিযোগ দেবের ভাইয়ের। দেব ও শিউলি সাহার পদত্যাগের দাবিতে ঘাটাল জুড়ে বিজেপির পোস্টার । মিথ্যে বলছেন বিক্রম অধিকারী, অভিযোগ তুলে থানায় শিউলি সাহা।
ঠিক কী ঘটেছিল?
ইন্দিরা আবাস যোজনায় ঘর পেতে, তৃণমূল নেতাদের দিতে হয়েছিল কাটমানি! পঞ্চায়েত ভোটের আগে বিস্ফোরক অভিযোগ করলেন ঘাটালের সাংসদ দেবের জেঠতুতো ভাই! যাঁদের বিরুদ্ধে এই অভিযোগ, কেশপুরের মহিষদা গ্রামের সেই ২ তৃণমূল কর্মী এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তবে বিষয়টিকে নিয়ে বেধেছে রাজনৈতিক বাগযুদ্ধ।
প্রসঙ্গত, তৃণমূল সাংসদ দেবের জেঠতুতো ভাইয়ের কাটমানি-অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি! এই ইস্যুতে ঘাটালের তৃণমূল সাংসদ এবং কেশপুরের বিধায়ক শিউলি সাহার পদত্যাগ দাবি করেছে বিজেপি। বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে পোস্টার। চলছে দেওয়াল লিখন। এই নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল।
কাটমানি-ভাইরাসের থাবা খোদ তৃণমূল সাংসদের পরিবারেই? পঞ্চায়েত ভোটের আগে এমনই বিস্ফোরক অভিযোগ তুলে হইচই ফেলে দিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেবের জেঠতুতো ভাই বিক্রম অধিকারী। কেশপুরের মহিষদা গ্রামের স্থানীয় তৃণমূল নেতা ও কর্মীদের বিরুদ্ধেই তাঁর অভিযোগ।
তিনি বলেছিলেন, 'টাকা নিয়েছে ওরা। বাড়ি করে দেবে বলেছে। আমাদের এখানে পার্টির নেতারা যারা ছিল...অরুণ রায়রা ছিল...পিণ্টু চক্রবর্তীরা...ওরা সব পার্টির নেতা ছিল। এখন তো আর কোনও উত্তরও দেয়নি, কিছুই না। পার্টিতে তারা আসেও না। নতুন নতুন পার্টির সব নেতা হয়েছে। বাড়ি ভেঙে যাচ্ছে। জল ঢুকছে বাড়িতে। বৃষ্টি হলেই জল পড়ছে। গোটা ছাদ ত্রিপল ঢাকা দেওয়া আছে। পরে শিউলি সাহা বলল, যে একটা ঘর দেব। একটা কাজ দেব। আজ পর্যন্ত কিছু নেই।'
পঞ্চায়েত ভোটের মুখে যা নিয়ে রাজনীতির পারদ ক্রমেই চড়ছে।
আরও পড়ুন, যত বেতন তার চেয়ে বেশি কাজ? আন্তর্জাতিক শ্রমিক দিবসে জেনে নিন আদৌ এই নিয়ম রয়েছে কি না!