বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: দুটি ট্রাকের সংঘর্ষে  লাগল আগুন। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ট্রাক চালকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত সদতপুর রেল ব্রিজের উপরে।  


গতকাল রাতে একটি ট্রাক ছত্তিশগড় থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে পাথর বোঝাই করে যাচ্ছিল,  সেই সময় হঠাৎ করে সদতপুর এলাকার রেল ব্রিজের উপরে তার ট্রাক খারাপ হয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে যায়। হঠাৎ করে পিছন দিক থেকে একটি লঙ্কা বোঝাই করা ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গেই লঙ্কা বোঝাই করা ট্রাকের কেবিনে আগুন লেগে যায়। সেই ট্রাকের কেবিনে পুড়ে মৃত্যু হয় লঙ্কা বোঝায় করা ট্রাক চালকের। ঘটনাস্থলে সদতপুর থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। এবং আহত খালাসিকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে কম সচেতনার বার্তা ছড়ায়নি পুলিশ। তারপরেও বারবার ফিরে আসে মর্মান্তিক ঘটনা। সম্প্রতি ফের বেপরোয়া গতির বলি হয় শহরের ২ তরুণ। ১৮ বছরের দুই তরুণের মৃত্যু হয়। ঘটনাস্থল নরেন্দ্রপুরের কালীবাজার। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে মন্দিরের দেওয়ালে ধাক্কা মেরে বাইক ছিটকে পড়েন দুই বন্ধু। দু’জনের কারও মাথায় হেলমেট ছিল না। MR বাঙুর হাসপাতালে নিয়ে গেলে ২ জনকেই মৃত বলে ঘোষণা করা হয়। মৃত বিশাল মাহাতো ও কুষাণ মণ্ডল নরেন্দ্রপুরেরই বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, রাত আড়াইটে নাগাদ এক বন্ধুর থেকে বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন দুই তরুণ। এরপরই মর্মান্তিক পরিণতি। 


আরও পড়ুন, RG Kar মেডিক্যালে পৌঁছল CBI, মহিলা চিকিৎসক খুনে বিতর্কিত 'সেমিনার হল' পর্যবেক্ষণ..


উদাহরণ আরও রয়েছে। প্রিন্স আনোয়ার শা রোডে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয়েছিল অ্যাপ বাইক চালকের।  রাত সাড়ে ১১টা নাগাদ এক যাত্রীকে নামিয়ে যাদবপুর থানার দিক থেকে বাড়ি ফিরছিলেন বেহালার বাসিন্দা রাজু হালদার। সাউথ সিটি আবাসনের কাছে তাঁকে পিছন থেকে ধাক্কা মেরে পালায় একটি বেপরোয়া ডাম্পার। নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান অ্যাপ বাইক চালক। ঘটনাস্থলেই বছর ৩৪-এর যুবকের মৃত্যু হয়। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।