কলকাতা: RG কর মেডিক্যাল কলেজে হঠাৎ সংস্কারের নামে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, দাবি করল জাতীয় মহিলা কমিশন। NCW-র দুই সদস্যের তদন্ত কমিটির দাবি, হাসপাতালে মহিলা চিকিৎসক, নার্স, ইন্টার্নদের জন্য যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা ছিল না। এমনকী, ন্যূনতম পরিকাঠামোর ব্যবস্থাও নেই বলে জাতীয় মহিলা কমিশনের তদন্ত রিপোর্টে উল্লেখ রিপোর্টে পুলিশের ভূমিকা এবং RG কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। জাতীয় মহিলা কমিশনের তদন্ত কমিটির রিপোর্টে উল্লেখ, ঘটনাস্থল অবিলম্বে সিল করা উচিত ছিল পুলিশের। 


অপরদিকে, সিজিও-তে পৌঁছলেন আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সকাল ১০টা নাগাদ বেলেঘাটার বাড়ি থেকে বেরোন সন্দীপ ঘোষ। এদিন অ্যাপ ক্যাবে চড়ে পিছনের গেট দিয়ে CGO কমপ্লেক্সে ঢোকেন তিনি। গতকাল তদন্তকারীরা সহযোগিতা করেছেন, বিষয়টি বিচারাধীন, তাই বেশি কিছু বলব না। জানিয়েছেন RG কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ। 


প্রসঙ্গত, আর জি কর মেডিক্যাল কলেজে কর্তব্যরত চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার পর থেকেই, আন্দোলনকারী ও বিরোধীদের নিশানায় সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। যাঁকে আগেই ছুটিতে যেতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, আর এবার তাঁকে 'প্রভাবশালী' বলেছেন প্রধান বিচারপতি। আর জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবারই তাঁকে CGO কমপ্লেক্সে নিয়ে গেল সিবিআই।


আরও পড়ুন, RG Kar কাণ্ডের প্রতিবাদে আজ থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক IMA-র


  সন্দীপ ঘোষকে উদ্দেশ্য করে তখন কার্যত কটাক্ষের সুরে প্রধান বিচারপতি বলেন, আপনি প্রভাবশালী ব্যক্তি। পুলিশ আপনাকে নিশ্চয়ই নিরাপত্তা দেবে। রাজ্য আপনার সঙ্গে আছে, আপনার বাড়িতে ৫০০ পুলিশ মোতায়েন করে দেবে। রাজ্য নিরাপত্তা না দিলে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে দেব। CBI অফিসে যাওয়ার জন্য আপনাকে রাজ্য নিরাপত্তা দেবে। আপনি যদি তারপরেও নিরাপত্তার অভাব বোধ করেন, তাহলে CBI- কে আপনার বাড়িতে ডাকুন। তারাও এসে আপনার বাড়ি দেখে যাক।


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।