অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: অসচেতনতার বলি খোদ রেল কর্মী (Rail Worker)। ওয়াকি টকিতে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক গার্ডের (Guard)। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।                                          


কী ঘটেছে?                                   


পশ্চিম মেদিনীপুরের বেলদা (Belda) থানা এলাকার বাখরাবাদ স্টেশনে সকাল সাড়ে ১০টা নাগাদ এই ঘটনা ঘটে। রেল সূত্রে খবর, বাখরাবাদ স্টেশনে দাঁড়িয়ছিল নতুন লোকাল। ওই ট্রেনটিকে খড়গপুর থেকে নিয়ে যেতে এসেছিলেন রেলের গার্ড ওয়াই রামচাঁদ নায়ডু। লাইনে দাঁড়িয়ে ওয়াকি টকিতে কথা বলার সময় মহীশূর থেকে হাওড়াগামী সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় ওই গার্ডের।                                                                      


আরও পড়ুন, মাদক ব্যবসায়ীদের সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে পুলিশের! বিস্ফোরক অভিযোগ শাসকদলের বিধায়কের


শেষ মুহূর্তে কী হয়েছিল?                     


জানা গেছে, আজ সকালে খড়গপুর থেকে খড়গপুর ভদ্রক লোকালে একটি নতুন লোকাল ট্রেনকে নিতে আসেন বাখরাবাদ স্টেশনে। আর সেই সময় তিন নম্বর লাইন দিয়ে একটি ট্রেন যাচ্ছিল হাওড়ার দিকে আর সেই সময় চার নম্বর দাঁড়িয়েছিল নতুন একটি লোকাল ট্রেন। ট্রেনের চালক এবং গাড়ির সঙ্গে কথা হয় তাঁর। ওয়াকি টকিতে স্টেশন মাস্টারের সঙ্গে ট্রেন ম্যানেজারের কথাও হয়। কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় ট্রেন ম্যানেজারের ৪ নম্বর লাইনে ছিন্ন ভিন্ন দেহ পড়ে রয়েছে এবং ওয়াকি টকিটাও রেললাইনের পাশেই পড়ে রয়েছে। ওয়াকি টকিতে কথা বলার সময় দুর্ঘটনা না অসতর্কতা জেরে দুর্ঘটনা তাও খতিয়ে দেখছে রেল পুলিশ।