বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: পুরভোটের (Municipality Elect) পর খড়গপুরে (Kharagpur) প্রকাশ্যে বিজেপির (BJP) গোষ্ঠী কোন্দল। হিরণ চট্টোপাধ্যায়ের সামনেই দলীয় নেতাকে মারধরের অভিযোগ উঠল বিধায়কের অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগকারীর বিরুদ্ধে পাল্টা পুরভোটে অন্তর্ঘাতের অভিযোগ তুললেন হিরণ। এ নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। খড়গপুরে (Kharagpur) বিজেপি (BJP) নেতাকে মারধরের অভিযোগ।
কাঠগড়ায় খোদ বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। পুরভোট মিটতেই খড়গপুরে প্রকাশ্যে এল গেরুয়া শিবিরের কোন্দল। বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) সঙ্গে বিবাদে জড়ালেন দলেরই আরেক নেতা।
খড়গপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে এবার জয়ী হয়েছেন হিরণ। ওই ওয়ার্ডেরই বাসিন্দা বিজেপির (BJP) জেলা কমিটির সদস্য চঞ্চল কর। তাঁর দাবি, পুরভোটের আগে তিনি বাড়ির একটি ঘর পার্টি অফিস হিসেবে ব্যবহার করতে দেন।
অভিযোগ,বৃহস্পতিবার সেখানে কর্মিসভা চলাকালীন এক বিজেপি কর্মীকে মারধর করা হয়। প্রতিবাদ করায় হিরণ চট্টোপাধ্যায়ের অনুগামীরা তাঁকে ধাক্কা দিয়ে বের করে দেন। এমনকি মারধরও করা হয় বলে অভিযোগ।
হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) পাল্টা অভিযোগ, পুরভোটের আগে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন বিজেপি নেতা। বাড়ি বাড়ি গিয়ে বিজেপিকে ভোট না দেওয়ার জন্য হুমকি দেন।
খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee) জানান, মেরে, মহিলারা ওঁকে বের করে দেন, উনি ভোটের আগে বাড়ি বাড়ি গিয়ে বলেছেন হিরণকে ভোট দিবি না, তৃণমূলে ভোট দিবি ৫০০ টাকা নিয়ে যাবি।
খড়গপুরের বিজেপি নেতা চঞ্চল করের কথায়, এই ঘরটা আমার। সভাপতিকে দিয়ে পার্টি অফিস উদ্বোধন করেছিলাম, ওঁর সঙ্গে মতবিরোধ হয়, শেষের দিকে ২-৩ দিন প্রচারে বেরোইনি
বিজেপির ঘরোয়া কোন্দল নিয়ে কটাক্ষ ছুড়েছে তৃণমূল। খড়গপুর শহরের তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান জহর পালের কথায়, ওদের দলের নেতার বাড়িতে পার্টি অফিস করার জন্য সাময়িক জায়গা দিয়েছিল। এখন তাকেই মারধোর করে মুখ ফাটিয়ে দিচ্ছে...বলছে এই জায়গা ছেড়ে চলে যাও। দু’ পক্ষই খড়গপুর লোকাল থানায় অভিযোগ দায়ের করেছে।