দাঁতন (পশ্চিম মেদিনীপুর): সাতসকালে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে পঞ্চায়েত অফিসে আগুন। ভস্মীভূত গুরুত্বপূর্ণ নথি। আজ সকাল ৭টা নাগাদ দাঁতন ১ নম্বর ব্লকের ৫ নম্বর আঙ্গুয়া গ্রাম পঞ্চায়েতের দোতলা থেকে গলগল করে ধোঁয়া বেরোতে দেখেন গ্রামবাসীরা। এরপরই আগুনের গ্রাসে চলে যায় পঞ্চায়েত অফিস। দমকল এসে পৌছনোর আগেই আগুন নিভিয়ে ফেলেন স্থানীয়রা। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান দমকলের। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কেন্দ্রীয় প্রকল্প নিয়ে দুর্নীতি ধামাচাপা দিতেই নথি পোড়ানোর চেষ্টা, অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
সম্প্রতি মহাকরণের ৫ নম্বর গেটের ভিতরে আগুন! কী থেকে আগুন, বোঝার চেষ্টা করছেন দমকলকর্মীরা। তবে বেশ কিছু নথি পুড়ে যেতে পারে বলে আশঙ্কা দমকলের। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু। তবে এখনও পর্যন্ত কেউ হতাহত হয়েছেন বলে খবর নেই।
কী ঘটল?
সন্ধের অন্ধকার তখন গাঢ় হতে শুরু করেছে। ঘড়িতে ৬টা বাজে প্রায়। হঠাৎ স্বরাষ্ট্র দফতরের এনআরআই বিভাগে আগুন দেখতে পান কর্মীরা। সঙ্গে সঙ্গে খবর যায় দমকলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬টি ইঞ্জিন পৌঁছয়।হোসপাইপ দিয়ে জল নেভানোর চেষ্টা চলে। কিছুক্ষণের মধ্যে আগুন নেভানোও যায় বলে খবর। তবে তার পরও বেশ কিছু ক্ষণ ওই চত্বর থেকে তীব্র পোড়া গন্ধ পাওয়া যায়। কোথা থেকে আগুন লাগল, সেটা নিশ্চিত ভাবে বলতে পারছে না দমকল। ফরেনসিক তদন্ত হলে তবেই ছবিটা স্পষ্ট হবে, জানান দমকলের ডিজি। অবশ্য প্রাথমিক ভাবে তাঁদের ধারণা, শর্ট সার্কিট থেকে আগুন লাগে। সংবাদমাধ্যমকে পরে ডিজি জানান, একটি কম্পিউটার তার পড়ে গিয়েই বিপত্তি। আগুন লাগে সেখান থেকেই। খবর পেয়ে চলে আসেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আসেন দমকলমন্ত্রী সুজিত বসুও।
ক্ষয়ক্ষতির খতিয়ান...
মহাকরণে এদিনের অগ্নিকাণ্ডে কেউ যে হতাহত হননি, সেটা স্পষ্ট। তবে এনআরআই সেকশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত যাঁরা বিদেশে যান, তাঁদের এই বিভাগে আসতে হয়। সে দিক থেকে দেখলে অগ্নিকাণ্ড চিন্তায় রাখছে অনেককে। একাংশের আশঙ্কা, বেশ কিছু নথি নষ্ট হয়ে থাকতে পারে এদিনের ঘটনায়। যদিও দমকলের ডিজি জানান, এ ব্যাপারে তাঁরা কিছু বলতে পারবেন না। সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরাই সবটা দেখে কিছু বলতে পারবেন। তবে কোথা থেকে আগুন লাগল, সেটা খতিয়ে দেখার চেষ্টা করছেন তাঁরা।
ভোজ্য তেলের গুদামে (oil warehouse) ভয়াবহ অগ্নিকাণ্ড (fire)। গুদাম থেকে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনা চেন্নাইয়ের (Chennai)। একটি গুদাম থেকে আগুন ছড়িয়ে পড়ে পরপর ৪টি গুদামে। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।