সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর:  তৃণমূলের একাংশ ও বিজেপির সমর্থন নিয়ে পশ্চিম মেদিনীপুরের (West Midnapur) খড়ার পুরসভার (Kharar Municipality) চেয়ারম্যান (Chairman) হয়েছিলেন। তবে দল থেকে বহিষ্কৃত হতেই, চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন অদ্যুত মণ্ডল। দাবি করেছেন, যাঁরা তাঁকে সমর্থন করেছেন, তাঁদের ওপর যাতে ভবিষ্যতে কোনও আঁচ না পড়ে তাই এই সিদ্ধান্ত। এনিয়ে কটাক্ষ করেছে বিজেপি।


বুধবার তৃণমূল থেকে বহিষ্কৃত।আর বৃহস্পতিবারই পশ্চিম মেদিনীপুরের খড়ার পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন অদ্যুত মণ্ডল। তাঁর এই সিদ্ধান্ত সম্পর্কে অদ্যুত মণ্ডল বলেছেন,  দলকে ভালোবাসি। দলের নিচুতলার কর্মীদের স্বার্থে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলাম। এখন আমাকে যাঁরা সমর্থন করেছেন, তাঁদের চাপ দেওয়া হচ্ছে। তাই পদত্যাগ করলাম। 


তৃণমূল শীর্ষ নেতৃত্বের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সন্ন্যাসী দলুইকে হারিয়ে চেয়ারম্যান হয়েছিলেন দলেরই কাউন্সিলর অদ্যুত মণ্ডল। ভোটাভুটিতে তৃণমূলের একাংশ ও বিজেপির সমর্থন নিয়ে বুধবার চেয়ারম্যান হয়েছিলেন ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।যাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে যায় পশ্চিম মেদিনীপুরের খড়ার পুরসভায়।


বিতর্ক শুরু হতে, সেদিনই অদ্যুৎ মণ্ডলকে দল থেকে বহিষ্কার করেছিল তৃণমূল নেতৃত্ব।এরপরই এদিন ঘাটালের মহকুমাশাসকের কাছে পদত্যাগ পত্র জমা দিলেন অদ্যুত। ঘাটালের মহকুমা শাসক বলেছেন, খড়ার পুরসভায় চেয়ারম্যান পদে ইস্তফা দিয়েছেন অদ্যুত মণ্ডল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।


আর এনিয়েই শীর্ষ নেতৃত্বের নির্দেশ অমান্যকারীদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর কো অর্ডিনেটর অজিত মাইতি বলেছেন,দলের কথা অমান্য করলে কী হয় তার প্রমাণ পেয়েছেন অদ্যুত মণ্ডল। বাকি তিন কাউন্সিলর ক্ষমা চেয়েছেন, তাঁদের ভুল বোঝান অদ্যুৎ।


বোর্ড গঠন নিয়ে ডামাডোলের মধ্যেই শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেছেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের, মানুষ ভুগছে।


সব মিলিয়ে চেয়ারম্যান পদ নিয়ে সরগরম পরিস্থিতি।