কলকাতা: বুধবার থেকে রাজ্যে খুলছে প্রাথমিক (Primary School), উচ্চ প্রাথমিক স্কুল (Upper Primary School)। প্রায় ২ বছর পরে সপ্তম শ্রেণি পর্যন্ত রাজ্যে খুলছে স্কুল। করোনা বিধি মেনে প্রাথমিক স্কুল খোলার (School Reopening) নির্দেশ দিয়েছে রাজ্য সরকার (Westbengal Government)। বুধবার থেকে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রও খোলার নির্দেশ সরকারের। কীভাবে বিধিনিষেধ মেনে ক্লাস শুরু হবে, সেই নির্দেশিকা দেবে স্কুল শিক্ষা দফতর।
আপাতত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকছে করোনার বিধিনিষেধ। ১১ টার বদলে রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বহাল কড়াকড়ি। অন্তর্দেশীয় বিমান পরিষেবায় সমস্ত বিধিনিষেধ কাল থেকেই প্রত্যাহার করা হচ্ছে। উল্লেখ্য, প্রায় ২ বছর পরে রাজ্য খুলছে প্রাথমিক, উচ্চ প্রাথমিক স্কুল। করোনার জন্য ২০২০ থেকে রাজ্যে বন্ধ প্রাথমিক, উচ্চ প্রাথমিক স্কুল।
উচ্চ মাধ্যমিক স্তরে স্কুল খুলেছে। প্রাথমিকে (Primary Section) ৫০ শতাংশ হাজিরা নিয়ে স্কুল চালুর (West Bengal School Reopen) বিষয় ভাবনা ছিলই। আগেই এমনটা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেছিলেন, 'স্কুলগুলি চালু হয়েছে। পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পাড়ায় পাড়ায় শিক্ষালয় (Paray Sikkhalay) চলছে। একেবারে ছোটদের ক্ষেত্রে আর কিছুদিন অপেক্ষা করে কোভিড (Covid19) যদি সমস্যার না হয় তাহলে ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে ক্লাস করা যায় কি না সেটা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে। ভাগাভাগি করে ক্লাস করা যায়। সোমবার যারা এল, তারা মঙ্গলবার এল না। তাহলে অন্তত প্রাথমিক স্তরের ক্লাসও হবে।'
করোনা কাঁটায় ২ বছর ধরে স্কুল বন্ধ ছিল। চূড়ান্ত এক অনিশ্চয়তা। বন্ধুদের সঙ্গে দেখা নেই। একঘেঁয়ে অনলাইন ক্লাস। আর কতদিন? বারবার এই প্রশ্নই তুলছে পড়ুয়া থেকে অভিভাবকরা। ইতিমধ্যেই সপ্তম শ্রেণি পর্যন্ত শুরু হয়েছে পাড়ায় শিক্ষালয়। এক সপ্তাহ আগে অষ্টম থেকে দ্বাদশের পড়ুয়াদের স্কুলে (School) ক্লাস শুরু হয়েছে রাজ্যে (West Bengal)। তবে এখনও খোলেনি প্রাথমিক স্তরের স্কুল। এবার প্রশ্ন উঠতে শুরু করেছে কবে চালু হবে কচিকাঁচাদের স্কুল? এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ৫০ শতাংশ হাজিরা নিয়ে ছোটদের স্কুল চালুর ভাবনায় আছে বলেও জানান তিনি।