আবীর দত্ত, কলকাতা: 'অক্ষয়কুমার মিশ্র? নামটা প্রথম শুনলাম। আমরা এত দিন ওঁকে শুধু 'মিশ্র'বলেই জানতাম।' বক্তা পার্ক স্ট্রিটের (park street) ভারতীয় জাদুঘর (indian museum) লাগোয়া এলাকার স্থানীয় বাসিন্দা (local resident)। শনিবার সন্ধের গুলিচালনায় (shootout) অভিযুক্ত CISF-এর হেড কনস্টেবল (head constable) সম্পর্কে অক্ষয়কুমার মিশ্র সম্পর্কে তাঁর আরও বক্তব্য,'উনি যে এমন কাণ্ড করবেন আমরা ভাবতে পারিনি।'



কেন ভাবতে পারেননি?
স্থানীয় আর এক বাসিন্দা এবিপি আনন্দকে বললেন, 'এমনিতে ভাল লোক ছিলেন। কথাবার্তাও বলতেন। চা খেতে বেরোতেন। জাদুঘরের সামনে যে কটা চায়ের দোকান রয়েছে, জিজ্ঞাসা করে দেখুন সকলের সঙ্গে কথা বলতেন।'এতটাই সাদামাটা ছিলেন যে শনি-সন্ধ্য়ার আগে তাঁর পুরো নামটাও আশপাশের লোকজন জানতেন না। তবে সকলেই চিনতেন। সেই তাঁর বিরুদ্ধে যে AK-47 থেকে ১৫ রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠবে, দুঃস্বপ্নেও ভাবতে পারছেন না কেউ। 

ভয়ঙ্কর অভিজ্ঞতা...
জাদুঘর লাগোয়া এলাকার স্থানীয় বাসিন্দা হওয়ায় গুলি চলার আওয়াজ পেয়েছিলেন বলে অনেকেরই দাবি। তবে প্রথমে বিশ্বাস করতে পারেননি। টনক নড়ে জাদুঘরের সামনে হুড়মুড়িয়ে ব্যারিকেড পড়তে শুরু করায়। এক বাসিন্দা জানালেন, কর্তব্যরত নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসা করেছিলেন কী হয়েছে?তিনি-ই গুলি চলার কথা জানান। গত সন্ধের আতঙ্ক এখনও তাঁদের চোখেমুখে স্পষ্ট। বলছেন, 'এখানে অনেকেই পরিবার নিয়ে থাকে। গুলি চলেছে শুনে আমরা সকলেই ভয় পেয়ে গিয়েছি।' আর যাঁর বিরুদ্ধে অভিযোগ, তাঁর নাম-পরিচয় জেনে তো বিস্ময়ের ঘোর কাটছেই না।  

যা ঘটেছে...
জাদুঘরের আশুতোষ শতবার্ষিকী হলের কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ Central Industrial Security Force বা CISF-এর ক্যাম্পে ডিউটি শেষ করে শনিবার সন্ধেয় জড়ো হয়েছিলেন জওয়ানরা। ঘড়িতে তখন সাড়ে ছটা। সূত্রের দাবি,হঠাত্‍ই সেখানে AK-47 থেকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন হেড কনস্টেবল অক্ষয়কুমার মিশ্র। তাঁর গুলিতে মৃত্যু হয় CISF’র ASI রঞ্জিতকুমার সারেঙ্গির। গুলিবিদ্ধ হন সুবীর ঘোষ নামে CISF-এর অ্যাসিন্ট্যান্ট কমান্ডান্ট। তাঁকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরই এলাকায় ছুটে আসে পুলিশ ও বিপর্যয়য় মোকাবিলা বাহিনী। আসেন কলকাতা পুলিশের কমিশনার। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। প্রায় দেড় ঘণ্টার টানটান উত্তেজনা চলার পর রাত ৮টা নাগাদ অভিযুক্তকে ধরে ফেলে পুলিশ।


আরও পড়ুন:ইতিহাসের দোরগোড়ায় হরমনপ্রীতরা, সোনা জয়ের লড়াইয়ে অমিত, নিখাত