ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে গঙ্গায় স্নান করতে নেমে বিপত্তি। নিখোঁজ তপসিয়ার (Tapsia) বাসিন্দা ২ ছাত্র। প্রত্যক্ষদর্শীদের দাবি, ৬ জন স্নান করতে নামেন। স্নান সেরে উঠেও আসেন তাঁরা। ফের একজন জল নামলে, তাঁকে তলিয়ে যেতে দেখে বাঁচাতে যান আরেকজন। এখনও খোঁজ মেলেনি তাঁদের।
কী অনুমান করা হচ্ছে?
সূত্রের খবর, উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর ২ ছাত্র মিলে একটু ঘুরে বাড়ি ফিরে আসবে ভেবেছিল। এরপর তারা মিলে গঙ্গায় স্নান করতে নামে। সেখানে একজন প্রথমে জল নেমেছিল। তাকে তলিয়ে যেতে দেখে আরেকজন তাকে বাঁচাতে যায়, কিন্তু তিনিও সেখানে জলে তলিয়ে যায় বলেই আশঙ্কা করা হচ্ছে।
গতকাল মারা গিয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী
প্রবল গরমে অসুস্থ হয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর (HS Examinee) মৃত্যু। জানা গিয়েছে, যাদবপুর বিদ্যাপীঠের (Jadavpur Vidyapith) ছাত্রী সে। এ দিন পরিবারের সঙ্গে ঈদের কেনাকাটা করতে নিউমার্কেটে গিয়েছিলেন আনিসা। এর পর বাড়ি ফিরে সন্ধেয় অসুস্থ বোধ করেন ওই তরুণী। হঠাৎই তাঁর বমি শুরু হয়। চিকিৎসকদের অনুমান প্রবল গরমে ডিহাইড্রেশন হয়ে অসুস্থ হয়ে যায় এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় তাঁর। সূত্রের খবর, মৃতার বাড়ি তপসিয়ায়, নাম আনিসা আফরিন মণ্ডল। উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলেন তরুণী।
ঠিক কী হয়েছিল: পরিবার সূত্রে খবর, এদিন সন্ধেতে বাড়ি ফিরে পড়তে বসে সে। রাতের দিকে হঠাৎই তাঁর বমি শুরু হয়। একাধিকবার বমি, মাথা যন্ত্রণা ও শ্বাসকষ্ট শুরু হয়। এর পর বাড়িতে চিকিৎস আসেন। ততক্ষণে তরুণীর শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর।
পরিবারের অভিযোগ: মৃত আনিসার বাবা জানিয়েছেন স্থানীয় এক চিকিৎসককে ডাকা হলেও সে আসতে দেরি করে। চিকিৎসক এসে পরীক্ষা করে ছাত্রীকে মৃত বলে ঘোষণা করে। ছাত্রীর বাবা এও জানিয়েছেন ওই ছাত্রী রোজার উপোস করেছিল।
কী জানালেন চিকিৎসক: দুর্ভাগ্যজনক ঘটনা। মর্ডান মেডিসিন এত উন্নত হওয়ার পরও এই ঘটনা সত্যিই হতবাক করছে। কী কারণে ডিহাইড্রেশন হল তা খতিয়ে দেখতে হবে। উপোসের কারণেও এমন ঘটে থাকতে পারে।