নয়াদিল্লি: উদ্ধার হওয়া ১ কোটি ৪০ লক্ষ টাকার উৎস কী? এগুলি কি কয়লা পাচারকাণ্ডের (Cow Smuggling Case) টাকা? সেই টাকা দিয়েই কি কেনা হয়েছিল গেস্ট হাউস? বালিগঞ্জে টাকা উদ্ধারকাণ্ডে দিল্লিতে (Delhi) সদর দফতরে ব্য়বসায়ী মনজিৎ সিংহ গ্রেওয়ালকে (Manjit Singh Grewal) জিজ্ঞাসাবাদ করল ইডি (ED)।


ব্য়বসায়ীকে জিজ্ঞাসাবাদ ইডির: বালিগঞ্জে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধারকাণ্ডে, দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরা দিলেন, ব্যবসায়ী মনজিৎ সিং গ্রেওয়াল। ৬ ঘণ্টার বেশি সময় ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা। গত বুধবার, অর্থাৎ, ৮ তারিখ, বালিগঞ্জের গড়চায় নির্মাণকারী সংস্থা গজরাজ গ্রুপের ডিরেক্টর বিক্রম শিকারিয়ার অফিস থেকে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।                               


সূত্রের দাবি, বিক্রম শিকারিয়াকে জিজ্ঞাসাবাদ করে, উঠে আসে, তৃণমূল নেতা ও ব্যবসায়ী মনজিত সিং গ্রেওয়ালের নাম। ইডির তরফে প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, অত্যন্ত প্রভাবশালী এক রাজনৈতিক ব্যক্তিত্ব, কয়লা পাচারের টাকা, তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী, মনজিৎ সিং গ্রেওয়াল ওরফে জিট্টি ভাইয়ের মাধ্যমে পাচারের চেষ্টা করছিলেন। শরৎ বোস রোডে মনজিৎ সিং গ্রেওয়ালের ধাবার পিছনেই সালাসার গেস্ট হাউস। যা কেনা নিয়ে বিতর্ক।                                                                                      

ইডির দাবি, সালাসার গেস্ট হাউসের বাজারদর ছিল ১২ কোটি টাকার বেশি। কিন্তু, ডিডে দেখানো হয়, গেস্ট হাউস কেনা হয়েছে ৩ কোটি টাকায়। বাকি ৯ কোটির লেনদেন হয় নগদে। এদিন এসব নিয়েই ব্য়বসায়ীকে প্রশ্ন করেন ইডির আধিকারিকরা। উদ্ধার হওয়া ১ কোটি ৪০ লক্ষ টাকার উৎস কী? এগুলি কি কয়লা পাচারকাণ্ডের টাকা? সেই টাকা দিয়েই কি কেনা হয়েছিল গেস্ট হাউস? গজরাজ গ্রুপের সঙ্গে মনজিতের কী সম্পর্ক? নেপথ্যে কোনও প্রভাবশালীর যোগ আছে? সূত্রের খবর, ব্য়বসায়ীর কাছে জানতে চান ইডির আধিকারিকরা। ইডি সূত্রে খবর, টাকা উদ্ধারকাণ্ডে ফের জিজ্ঞাসাবাদের জন্য় ডাকা হতে পারে, ব্য়বসায়ী মনজিৎ সিং গ্রেওয়ালকে (Manjit Singh Grewal)।                


আরও পড়ুন: Mamata Banerjee: বিবিসি-র অফিসে আয়কর হানা, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব মমতা