Vivo Y100 5G: ভিভো ওয়াই১০০ ৫জি ফোন (Vivo Y100 5G) ভারতে লঞ্চ হতে চলেছেবৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি। আনুষ্ঠানিক ভাবে লঞ্চের আগে এই ফোনের ডিজাইন প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, ভিভো ওয়াই১০০ ৫জি ফোনে একটি ৬.৩৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ। এছাড়াও বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে, ভিভো ওয়াই১০০ ৫জি ফোন ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে। এই মডেলের দাম হতে পারে ২৪,৯৯৯ টাকা। কালো, নীল এবং সোনালি রঙে এই ফোন লঞ্চ হতে পারে।
ভিভো ওয়াই১০০ ৫জি ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন এবং ফিচার
- ভিভো সংস্থার এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০ প্রসেসর থাকতে পারে। এছাড়াও ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৩ বেসড Funtouch OS 13-র সাহায্যে।
- ভিভো ওয়াই১০০ ৫জি ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে যুক্ত থাকতে পারে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার। এছাড়াও ওই ফোনে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
- ভিভো ওয়াই১০০ ৫জি ফোনে একটি ৪৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে থাকতে পারে ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জ ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকতে পারে এই ফোনে। এছাড়াও থাকতে পারে ডুয়াল সিমের স্লট। এর পাশাপাশি মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ফোনের স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব হবে।
Nokia X30 5G: ভারতে নতুন ফ্ল্যাগশিপ ফোন (Flagship Smartphone) লঞ্চ করেছে HMD Global। এবার লঞ্চ হয়েছে নোকিয়া এক্স সিরিজের ৫জি ফোন (Nokia X Series 5G Phone) নোকিয়া এক্স৩০ ৫জি। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে নোকিয়ার এই নতুন ফোনে। স্লিক ডিজাইনের এই ফোনের ক্যামেরা ফিচারে রয়েছে চমক। ভারতীয় মুদ্রায় নোকিয়া এক্স৩০ ৫জি ফোনের দাম শুরু হচ্ছে ৪৮,৯৯৯ টাকা থেকে। তবে এই দাম সীমিত সময়ের জন্য থাকবে বলে জানিয়েছে HMD Global। অর্থাৎ আগামী দিনে এই ফোনের দাম পরিবর্তন হবে। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ভারতে নোকিয়া এক্স৩০ ৫জি ফোনের বিক্রি শুরু হবে। ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং নোকিয়া সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনা যাবে।
আরও পড়ুন- নজরকাড়া ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি, ভারতে হাজির নোকিয়ার নতুন ৫জি ফোন