কলকাতা: 'আমার সরকারি টিম দুয়ারে সরকার, পাড়ায় পাড়ায় প্রতিকার প্রকল্পে অনেক কাজ করছে। যদি কেউ লক্ষ্মীর ভাণ্ডার বা স্বাস্থ্যসাথী না পেয়ে থাকেন পাড়ায় পাড়ায় সমাধানে যান।' এ দিন, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম উদ্বাস্তুদের জমির দলিল প্রদান কর্মসূচিতে এসে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার। ওখানে যান, লোক আছে। সব দেখে ব্যবস্থা করে দেবে।' একথা। দুয়ারে সরকার এবং স্বাস্থ্যসাথী নিয়ে একাধিক সমস্যা পড়েছেন অনেকেই। বেশ কিছু ক্ষেত্রে আবেদন করেও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বলে জানিয়েছেন গ্রাহকরা। আর তাদের উদ্দেশেই এদিন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
এদিন তিনি আর কী কী বললেন
- উদ্বাস্তুদের নিয়ে অনেক আন্দোলন করেছি
- গত ৩ বছরে ২৭ হাজার পাট্টা বিলি হয়েছে
- ২৬১ উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতি দিয়েছি
- যত রাজনীতি হোক, মতুয়ারাও নিঃশর্ত জমির দলিল পাবেন
- উদ্বাস্তুদের জন্য বনহুগলিতে হয়েছে হাউসিং প্রজেক্ট
- মোট ৫২ হাজার উদ্বাস্তু উপকৃত হয়েছেন
- সব উদ্বাস্তুরা নিজের জমি, ঘর পাবেন
- বস্তিতে বসবাসকারীরা নিজেদের ঘর পাবেন
- চা বাগানের শ্রমিকদের জন্য তৈরি করা হচ্ছে নিজেদের বাড়ি
- বাংলার বাড়ি প্রকল্পে ভারতের মধ্যে প্রথম পশ্চিমবাংলা
- বিজেপি নিজেরা শাসন করে বলে, উত্তরপ্রদেশকে বেশি টাকা দেয়
- এখনও ৮০-৯০ হাজার কোটি টাকা দিল্লির থেকে পাই
- ভ্যাকসিন দিতে কেন্দ্র দেরি করল, কত লোক কোভিডে মারা গেলেন!
- লক্ষ লক্ষ কোটি টাকা পিএম কেয়ার্সের, কোথায় গেল?
- হেরিটেজ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে
- ভোট এলে কেউ কেউ সাধুর পোশাক পরে প্রচার করছে
- কত লোক আত্মহত্যা করছেন, রিপোর্টেই দেখা যাচ্ছে
- লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী না পেলে পাড়ায় পাড়ায় সমাধানে যান
- প্রাথমিকে ৫০ শতাংশ হাজিরা নিয়ে স্কুল চালুর বিষয় ভাবনায় আছে