কলকাতা: আজ টেডি ডে ২০২২। ভ্যালেন্টাইন সপ্তাহের মাঝামাঝি দিনে এই বিশেষ দিনটি আসে। এই দিন সঙ্গীরা তাঁদের মনের মানুষকে টেডি উপহার দিয়ে মনের কথা কিংবা ভালোবাসা প্রকাশ করে থাকেন। প্রতি বছর ১০ ফেব্রুয়ারি দিনটি টেডি ডে হিসেবে পালন করা হয়। তুলোর তৈরি এই মিষ্টি পুতুল নিয়ে খেলতে কে না ভালোবাসেন। আর প্রিয়জনের কাছ থেকে যদি এই উপহার পাওয়া যায়, তাহলে মনটা আরও আনন্দে ভরে ওঠে। কিন্তু জানেন কি এই টেডি বিয়ারের নামকরণ কীভাবে হয়েছিল? টেডি বিয়ারের নামকরণের গল্পটাও বেশ আকর্যণীয়।


আরও পড়ুন - Easy Teddy Bear Making: বাড়িতে কীভাবে খুব সহজেই টেডি বিয়ার তৈরি করবেন? রইল পদ্ধতি


জানা যায়, টেডি বিয়ারের নামকরণ হয় আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট থিওডোরে টেডি রুজভেল্টের নামে। ১৯০২ সালে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট থিওডোরেকে নিয়ে সংবাদমাধ্যমে হেডলাইন তৈরি হয়। কী নিয়ে? জানা যায়, মিসিসিপিতে শিকার করতে যাওয়ার সময় তিনি একটি ভাল্লুককে গুলি করতে অস্বীকার করেন। এরপরই সেখানকার সংবাদপত্রে তাঁর  সঙ্গে ভাল্লুকের কার্টুন তৈরি করে ছাপা হয়। মুহূর্তের মধ্যে সেই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। নিউ ইয়র্কের এক দোকানি মরিস মিচটম এবং তাঁর স্ত্রী রোজের নজরে যখন সেই কার্টুন পড়ে, তখন তাঁরা সিদ্ধান্ত নেন যে, ভাল্লুকের প্রতিকৃতিতে তাঁরা এমন তুলোর তৈরি পুতুল তৈরি করবেন. এরপরই থিওডোরে টেডি রুজভেল্টের নাম অনুসারে তাঁরা টেডি বিয়ার তৈরি করতে শুরু করেন। আর তা সারা পৃথিবীতে জনপ্রিয় হয়ে ওঠে।


রোজ ডে (Rose Day), প্রপোজ ডে (Propose Day), চকোলেট ডে-র (Chocolate Day) পর আজ টেডি ডে (Teddy Day)। রোজ ডে দিয়ে শুরু হয়েছে ভ্যালেন্টাইনস উইক। আজ ভ্যালেনটাইন্স উইকের (Valentines Week) চতুর্থ দিন। প্রতিবছর ১০ ফেব্রুয়ারি টেডি-ডে পালন করা হয় বিশ্বজুড়েই। এই দিনে, দম্পতিরা ভালো মুহূর্ত কাটানোর পাশাপাশি একে অপরকে টেডি বিয়ার উপহার দিয়ে থাকেন এবং তাদের ভালবাসা প্রকাশ করে। এই উপলক্ষে সোশাল মিডিয়ায় অনেকেই অনেক রকম পোস্ট করেছেন।