সোমনাথ মিত্র, হুগলি: ব্যারাকপুরে (Barrackpore) সেনা ছাউনিতে কাজ করছেন ২ পাকিস্তানি নাগরিক। এই অভিযোগ জানিয়ে আদালতে মামলা করেছিলেন ত্রিবেণীর বাসিন্দা। এবার, প্রাণনাশের আশঙ্কায় ভুগছেন তিনিই। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত, প্রয়োজনে মিথ্যে মামলা দিয়ে জেলে রেখে দেওয়া হোক, নিরুপায় হয়ে বলছেন মামলাকারী।


প্রাণনাশের আশঙ্কা মামলাকারীর: ভুয়ো নথি দিয়ে ব্যারাকপুরের সেনা ছাউনিতে কাজ পেয়েছেন দুই পাকিস্তানি নাগরিক। বিস্ফোরক এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা হয়। যে মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট CBI তদন্তের নির্দেশ দিয়েছিল। বিষ্ণু চৌধুরী নামে সেই মামলাকারীই প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করলেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রীকেও চিঠি দেওয়ার কথা ভাবছেন তিনি। মামলাকারী বিষ্ণু চৌধুরী  বলেন, “অভিযুক্তরা ভয় পাচ্ছে যে তাঁদের পিছনেও কিছু মাথা রয়েছে। তাঁদের অবধি যেন হাত না যায় তাই তার আগেই যেন আমাকে শেষ করে দেওয়া হয়। সিবিআইয়ের কাছে কয়েকদিন আগেই চিঠি জানিয়েছি। আবার ভাবছি একটা চিঠি করব মুখ্যমন্ত্রীকে।’’

২ অগাস্ট হুগলির ত্রিবেণীর শিবপুর এলাকার বাসিন্দা বিষ্ণু চৌধুরীর করা মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত, দেশের নিরাপত্তার স্বার্থে CBI-কে, দ্রুত FIR দায়ের করার নির্দেশ দেন। এর পাশাপাশি বিচারপতি বলেন, অন্য রাজ্যেও তদন্তের প্রয়োজন থাকতে পারে। ইন্টারপোলেরও সাহায্য প্রয়োজন হতে পারে। এর জন্য CBI প্রয়োজনীয় পদক্ষেপ করবে। সেদিন সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান, মূলত CAPF বা আধা সামরিক বাহিনীর নিয়োগপ্রক্রিয়া ঘিরেই এই অভিযোগ। সীমান্তবর্তী রাজ্য হওয়ার কারণে পশ্চিমবঙ্গে নিয়োগের ক্ষেত্রে কাট অফ মার্কস কম। তাই এখান থেকে আবেদনের প্রবণতা বেশি।মাধ্যমিকের শংসাপত্র পর্যন্ত জাল করা হয়েছে। মামলাকারীকে পুলিশি নিরাপত্তা দিতে হবে। এরপর মামলাকারীর বাড়ির সামনে পুলিশ পিকেট বসেছে। কিন্তু বাড়ির বাইরে অন্য কোথাও যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগছেন বিষ্ণু চৌধুরী।

মামলাকারী বলেন, “আমি চাই আমাকে আগে যেমন মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছিল তেমনই একটা কেস দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হোক। রেখে দেওয়া হোক যতদিন মামলাটা শেষ না হয়। দেশের জন্য আমার বেঁচে থাকা প্রয়োজন। বাড়িতে অন্তত রোজ ১০০ টাকা করে তো পাঠাতে পারব।’’ প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করে ফের সিবিআইকে চিঠি লেখার ভাবনাচিন্তা করছেন মামলাকারী।


আরও পড়ুন: Mangla Hat Fire Update: মঙ্গলাহাট অগ্নিকাণ্ডে নয়া মোড়, আগুন ধরানোর অভিযোগে গ্রেফতার আরও দুই