নয়া দিল্লি: বিশ্বের সর্বোচ্চ পর্বতমালাকে মহাকাশ থেকে কেমন দেখতে লাগে? সংযুক্ত আরব আমিরশাহীর মহাকাশচারী সুলতান আল নেয়াদি যে ছবি পোস্ট করেছেন, তা দেখে সকলের চক্ষু চড়কগাছ। বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) ছয় মাসের মহাকাশ মিশনে রয়েছেন সুলতান আল নেয়াদি। সেখান থেকেই হিমালয়ের একটি অত্যাশ্চর্য দৃশ্য শেয়ার করেছেন।                                                                                                               


শনিবার টুইটারে নিয়ে, মিঃ আল নেয়াদি তুষার-ঢাকা হিমালয় দেখানো ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি বলেন, 'আমাদের বিশ্বের সবচেয়ে আইকনিক ল্যান্ডমার্ক'। মেঘ-পাহাড়ের এক অত্যাশ্চর্য ভিউ। শ্বাসরুদ্ধকর দৃশ্য ইন্টারনেটে সবাইকে মুগ্ধ করেছে। তিনি পোস্টটির ক্যাপশনে বলেন, "মহাকাশ থেকে হিমালয়। এভারেস্ট চূড়া, পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ বিন্দু, এই পর্বতগুলি আমাদের গ্রহের সমৃদ্ধ প্রকৃতির আইকনিক ল্যান্ডমার্কগুলির মধ্যে একটি।"






নভোশ্চর মার্ক টি ভ্যান্ডে হেই-ও মহাকাশ থেকে হিমালয়ের ছবি তুলেছিল। তিনি লিখেছিলেন, 'এমন পরিষ্কার, উজ্জ্বল দিনে হিমালয়ের কোনও অংশ। এমন দৃশ্য যতবারই দেখি যেন কম মনে হয়।'                                                 


আরও পড়ুন, 'জীবনের উত্থান-পতন নিজেদেরই হাতে থাকে', কীভাবে সফল হওয়া যায় গীতায় বলেছেন শ্রীকৃষ্ণ


মহাকাশ থেকে সম্পূর্ণ দেখা যায় ভারতের উত্তরাংশে সুবিস্তৃত হিমালয় পর্বতমালা। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট-সহ এই হিমালয় ১১০টি পর্বত দ্বারা গঠিত। তাই হিমালয় যে মহাকাশ থেকে দেখা যাবে তা স্বাভাবিকই। পৃথিবী বিখ্যাত এই পর্বতশ্রেণি ভারত, পাকিস্তান থেকে শুরু করে চিন, ভুটান ও নেপাল পর্যন্ত বিস্তৃত। হিমালয়ের তুষারময় চূড়াগুলি মহাকাশ থেকে অতীব সুন্দর দেখায়।