কলকাতা: 'মানুষ (human being) যখন রাস্তায় (road) থাকে, তখন আমি কিন্তু পাহারাদার (guard) হিসেবে পাহারায় থাকি', শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের (sreebhumi sporting club) উদ্বোধনে (Inauguration) এসে বার্তা মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সঙ্গে দাবি, 'আমি কিন্তু সব সময় চোখ রাখি। আপনারা ভাববেন না আমি পুজোর সময় ছুটি নিয়ে বসে থাকি।'


সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর...
গত বার শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজোয় ব্যাপক ভিড় হয়েছিল। এবার অবশ্য আগে থেকেই মুখ্যমন্ত্রী সতর্ক করেছেন,'রাস্তা যেন বন্ধ না হয়।'রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর পাড়ার পুজো বলে পরিচিত শ্রীভূমি স্পোর্টিং। এদিন তার উদ্বোধনের পর সুজিতের উদ্দেশে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর বার্তা, 'লোকে প্লেন ধরতে পারল না, রাস্তায় বেরোতে পারল না এমন যেন না হয়।' বিধাননগর কমিশনারেটের নতুন সিপি গৌরব শর্মার উদ্দেশে মুখ্যমন্ত্রীর নির্দেশ, 'তুমি দেখবে। ও যদি রাস্তা বন্ধ করে, আমাকে জানাবে। বিশ্ববাংলা থেকে আমি ওকে তখনই ঘ্যাচাং ফু করে দেব।' সঙ্গে দাবি, তিনি প্রত্যেক মুহূর্তের খবর রাখেন।  


আর কী বললেন?
দায়িত্বশীল কোনও পদে থাকার অর্থ কী, এদিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধনের মঞ্চ থেকে সেই বার্তা আরও এক বার দেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, সাধারণ মানুষ যাতে সবকটি পুজো দেখতে পান তার ব্যবস্থা করতে হবে। হলুদ পাঞ্জাবি পরা দমকলমন্ত্রীর উদ্দেশে তাঁর বার্তা, 'হোয়েন ইউ আর দ্য মিনিস্টার, ইউ মাস্ট বি ফর দ্য কমনার।' মাথা নিচু করে সুজিতও জানালেন, 'দিদির' নির্দেশ অক্ষরে অক্ষরে মানবেন। মমতার অবশ্য় সংযোজন, 'আপনারা ভাববেন না পুজোর সময় আমি ছুটিতে থাকি। মানুষ যখন রাস্তায় থাকে তখন কিন্তু আমি পাহারাদার হিসেবে পাহারায় থাকি। ' ফের দমকলমন্ত্রীকে সতর্কবার্তা,'আমি কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে খবর রাখব।' রসিকতাচ্ছলে এটাও জানিয়ে রেখেছেন, যদি নির্দেশের অন্যথা হয়েছে তা হলে দিদির স্নেহের পরশের  'অন্য ভাষা 'শোনা যাবে। তিনি যে মাটির ভাষায় কথা বলতে ভালোবাসেন, সেটাও বলেন মুখ্যমন্ত্রী। গত কয়েক বছরের রীতি মেনে তাঁর গলায় শোনা যায় স্তোত্রপাঠও। তবে যে ভাষায় তিনি রাস্তা বন্ধ না করার বার্তা দিয়েছেন, লাইমলাইট কেড়েছে সেটাই। গত বার সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বুর্জ খলিফা থিমের আদলে পুজোয় ব্যাপক ভিড় জমেছিল। এক ছবির পুনরাবৃত্তি যাতে না হয়, সেই বার্তাই কি দিয়ে গেলেন রাজ্যের প্রশাসনিক প্রধান?


আরও পড়ুন:রাজ্য সরকারি কর্মীদের বড় জয়, ডিএ মামলায় রাজ্যের পুনর্বিবেচনার আর্জি খারিজ হাইকোর্টের