আশাবুল হোসেন ও করুণাময় সিংহ, মালদা: মিজোরামে ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এরাজ্য়ের ২৪ জন পরিযায়ী শ্রমিক। জানানো হয়েছে নবান্নের তরফে। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য় ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দফতর। মৃত প্রত্য়েকের পরিবারের ১ জনকে চাকরি দিতে হবে, দাবি করেছেন মুখ্য়মন্ত্রী। পশ্চিমবঙ্গে কাজের সুযোগ না থাকাতেই ভিন রাজ্য়ে কাজের খোঁজে যেতে হচ্ছে শ্রমিকদের। পাল্টা শাসকদলকে নিশানা করেছে বিরোধীরা।


ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু: পেটের টানে ভিনরাজ্য়ে গিয়েছিলেন স্ত্রী-সন্তানদের মুখে যাতে দুবেলা অন্ন তুলে দিতে পারেন। কিন্তু একটা দুর্ঘটনা সব ছারখার করে দিল। মিজোরামে ভয়ঙ্কর দুর্ঘটনা কেড়ে নিল মালদার বহু পরিযায়ী শ্রমিকের প্রাণ! বুধবার সকাল ১০টা নাগাদ মিজরামের আইজল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে, সাইরাং এলাকায়, আচমকা ভেঙে পড়ে একটি নির্মীয়মান রেল ব্রিজ। মুহূর্তে প্রাণ হারান বহু শ্রমিক। মুখ্য়মন্ত্রী জানিয়েছেন, তাঁদের মধ্য়ে ২৪ জন মালদার বাসিন্দা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মোট ২৫ জন মারা গেছে। ২৪ জন মালদার। খুব দুঃখের। সাংসদ বিধয়াকদের বাড়িতে পাঠিয়েছি। রেলের কাজ করতে গিয়ে মারা গেছে। ১ জন করে চাকরি দিতে হবে।’’


সংসার চালাতে ভিনরাজ্য়ে কাজে গিয়েছিলেন। কিন্তু আর ফেরা হল না। একমাত্র রোজগেরে মানুষটির মৃত্য়ুতে অথৈ জলে পরিযায়ী শ্রমিকদের পরিবার। মৃতের স্ত্রী নাসিমা খাতুন বলেন, “খবর পেয়েছি ব্রিজটা উল্টে গেছে। ফোন রিসিভ করছিল না। তারপরই শুনছি মৃত্যু। ২টো মেয়ে রয়েছে। গ্রামে ১ দিন কাজ হলে, ৫ দিন বাদ। কী করে সংসার চলবে? বাইরে তো কাজ করতে হবে।’’ দুর্ঘটনার পর খোঁজ নেই বেশ কয়েক জন পরিযায়ী শ্রমিকের। উদ্বেগে-উৎকণ্ঠায় তাঁদের পরিজনরা। নিখোঁজ পরিযায়ী শ্রমিকের স্ত্রী আজিনা বিবি বলেন, “মিজোরামে কাজে গিয়েছিল। শুনলাম যে ব্রিজ ভেঙে নাকি পড়ে গেছে। আমার স্বামীকে এখনও খুঁজে পায়নি।’’


পরিযায়ী শ্রমিকদের মৃত্য়ুর ঘটনাকে হাতিয়ার করে, ফের এরাজ্য়ে কর্মসংস্থানের বেহাল দশার অভিযোগ তুলেছে বিরোধীরা। মালদায় সিটুর সম্পাদক দেবজ্য়োতি সিনহা বলেন, “আমাদের রাজ্য়ে কাজ নেই। ১০০ দিনের কাজ লুঠপাট হচ্ছে। মানুষ বউ-বাচ্চা ছেড়ে, পশ্চিমবঙ্গের ৪০ লাখ মানুষ বাইরে থাকে। এরা যে কষ্টের মধ্য়ে যান, কেন? এখানে কাজ নেই। মানুষ বাধ্য় হচ্ছে কাজে যেতে।’’ বিজেপি দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, “রাজ্য় সরকার কাজের ব্য়বস্থা করতে পারছে না। অথচ রাজনীতি করছে। খুব দুর্ভাগ্য়জনক।’ মিজোরামে দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য় ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দফতর।


আরও পড়ুন:  JU Student Death: সত্যিই কি শ্রীনগরে গিয়েছিলেন? জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে কী বললেন ছাত্রনেতা?