অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : ২২ জানুয়ারি ইস্ট-ওয়েস্ট মেট্রোর গঙ্গার নীচের অংশ পরিদর্শন করবেন চিফ অফ রেলওয়ে সেফটি জনককুমার গর্গ । জনককুমার সবুজ সঙ্কেত দিলেই হাওড়া ময়দান থেকে ধর্মতলা মেট্রো পরিষেবা শুরুর ছাড়পত্র মিলবে। গত মাসে মেট্রোর এই অংশ পরিদর্শন করে কমিশন অফ রেলওয়ে সেফটির একটি দল।
 
হাওড়া ময়দান থেকে ধর্মতলা মেট্রোর পরিকাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল রেলওয়ে সেফটির একটি দল।  মোট ১৮টি খামতি তুলে ধরা হয়। এর জেরে চিফ কমিশনার অফ রেওলওয়ে সেফটি পরিদর্শনে আসেননি।  সোমবার অবশেষে পরিদর্শনে আসছেন জনককুমার গর্গ । 


অতীতে যে  খামতিগুলি নিয়ে প্রশ্ন উঠেছিল 


গত ডিসেম্বরে কমিশন অফ রেলওয়ে সেফটির আধিকারিকরা। কাজের অগ্রগতি দেখে কার্যত বিরক্ত আধিকারিকরা  তাঁদের পরিদর্শনে ডাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। সেই সঙ্গে পরিদর্শনে নেমেই ১৯টি প্রশ্ন তোলেন তাঁরা।



  • হাওড়া ময়দান থেকে সল্টলেক অবধি ইস্ট-ওয়েস্ট মেট্রোর একমাত্র ডিপো ছিল করুণাময়ীতে। 
    জমি না মেলায় হাওড়া ময়দান বা সংলগ্ন এলাকায় কোনও ডিপো তৈরি করা যায়নি।

  • রক্ষণাবেক্ষণ বা আপৎকালীন পরিস্থিতিতে বউবাজারের উপর দিয়ে নিয়ে যেতে হবে মেট্রোর রেক। কিন্তু, বউবাজার দিয়ে রেক নিয়ে যাওয়ার কোনও পরিকাঠামোই ছিল না। সূত্রের খবর, পরিদর্শনের সময় এনিয়ে প্রশ্ন তোলেন কমিশনার অফ মেট্রো রেলওয়ে সেফটির আধিকারিকরা।

  • পাশাপাশি, আপৎকালীন পরিস্থিতিতে যাত্রীদের বের করার জন্য় ধর্মতলা স্টেশনে কোনও এভাকুয়েশন শ্য়াফ্ট ছিল না। সূত্রের খবর, যা নিয়ে যাত্রী নিরাপত্তার প্রশ্ন তোলেন কমিশনার অফ মেট্রো রেলওয়ে সেফটির আধিকারিকরা।

    পরিকাঠামোর অসমপূর্ণতার কথা জেনে, আসার কথা থাকলেও আসেননি চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ। সোমবার অবশেষে কলকাতায় আসছেন তিনি। তাহলে কি সেদিনই ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা শুরু করা নিয়ে সবুজ সঙ্কেত মিলবে ?
    এছাড়াও হাওড়া ময়দানে মেট্রো প্রকল্পের পার্কিং তৈরিতে দেখা দিয়েছিল সমস্য়া। অন্য়ত্র সরতে আপত্তি জানিয়েছিলেন ব্য়বসায়ীদের একাংশ। এ নিয়ে KMRCL ও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকও হয় তাঁদের। সেই সমস্যার সমাধান সূত্র বের হওয়াও মেট্রো পরিষেবা চালু হওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y  


আরও পড়ুন :                    


২২ জানুয়ারিই ঘরে চায় 'রাম', সিজারের হিড়িক অযোধ্যা-সহ উত্তরপ্রদেশের বহু বেসরকারি হাসপাতালে