প্রকাশ সিনহা, কলকাতা: টেট (TET) দুর্নীতিতে মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) বিরুদ্ধে সিবিআইয়ের লুক আউট নোটিস। কোথায় গেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি? কোথাও কোনও খোঁজ না পাওয়ায় লুক আউট নোটিস, দাবি সিবিআইয়ের (CBI)। মানিকের খোঁজে সমস্ত বিমানবন্দরে লুক আউট নোটিস দিচ্ছে সিবিআই।
প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে লুক আউট নোটিস: সিবিআইয়ের (CBI) দাবি, এক সপ্তাহ ধরে মানিক ভট্টাচার্যের ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়েছে. কিন্তু যোগাযোগ করা যায়নি। মানিকের ফোন সুইচড অফ, কলকাতার ফ্ল্যাট ও নদিয়ার বাড়িতেও খোঁজ মেলেনি, দাবি সিবিআই সূত্রে। দেশ ছেড়ে পালিয়ে যেতেও পারেন মানিক ভট্টাচার্য, আশঙ্কা সিবিআইয়ের। তাই খোঁজ না পেয়ে এবার লুক আউট নোটিস জারি করল সিবিআই। এয়ারপোর্ট অথরাটি অব ইন্ডিয়ার কাছে মানিক ভট্টাচার্যের ছবি সহ নোটিস দিয়ে জানানো হয়েছে, কোন মামলায় সিবিআই তাঁকে খুঁজছে, এবং কোন মামলায় তিনি অভিযুক্ত। সিবিআই সূত্রে খবর, এমনকী আইনজীবীও জানিয়েছেন মানিক ভট্টাচার্য কোথায়, তা তাঁরও জানা নেই।
মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি করা হয় মানিক ভট্টাচার্যকে। নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেছিল CBI ও ED। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির ফ্ল্যাটেও তল্লাশি চালানো হয়। ২০১৪’র প্রাথমিক টেট দুর্নীতির মামলায়, মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে সরিয়ে দেয় কলকাতা হাইকোর্ট।
এদিকে, স্কুলে নিয়োগ দুর্নীতি তদন্তে সুবীরেশ ভট্টাচার্যকে (Subiresh Bhattacharya) জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। বাঁশদ্রোণীর ব্রহ্মপুরের ফ্ল্যাটে সুবীরেশকে জিজ্ঞাসাবাদ। স্কুলে নিয়োগ দুর্নীতি তদন্তে বাঁশদ্রোণীর এই ফ্ল্যাটই সিল করে দিয়েছিল সিবিআই। বুধবার, সুবীরেশ ভট্টাচার্যকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে CBI। সিবিআই (CBI) ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আজ কলকাতায় আসেন সুবীরেশ ভট্টাচার্য। উত্তরবঙ্গের বাঙলো ও অফিসেও তল্লাশি চালানো হয়েছে। সিল করা হয়েছে বাঁশদ্রোণীর ফ্ল্যাট। বৃহস্পতিবার তা নিয়ে প্রথমবার মুখ খুলে চাঞ্চল্যকর দাবি করলেন SSC’র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। পদ্ধতিগত ত্রুটির কথা উল্লেখ করে, দুর্নীতির অভিযোগ অস্বীকার করলেন তিনি। কলকাতায় এসে CBI জিজ্ঞাসাবাদ নিয়ে মুখ খোলেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান।
আরও পড়ুন: Mamata Banerjee: 'বিচার কখনও একপক্ষ হয় না, নিরপেক্ষ হয়', হাইকোর্টের বিচারপতিদের সামনেই বললেন মমতা