কলকাতা: কেন্দ্রীয় প্রকল্পের টাকা রাজ্যের মানুষ পাননি, সব তৃণমূল কংগ্রেস চুরি করে নিয়েছে। দিল্লিতে যান আর যেখানেই যান, চুরির টাকা ফেরত দিতে হবে, চ্যালেঞ্জ শুভেন্দুর। 


'দিল্লি চলো' অভিযান নিয়ে তরজা অব্যাহত। বিরোধীদের কটাক্ষের মাঝেই চূড়ান্ত তৎপরতা চলছে তৃণমূলের অন্দরে (TMC)। কিন্তু বারবার বাধাপ্রাপ্ত হতে হয় তাদের। বিশেষ ট্রেনের পর গতকালই বিমান বাতিলের অভিযোগ সামনে আসে।  যে কারণে বকেয়া টাকার দাবিতে 'দিল্লি চলো' অভিযানে ফের মোদি সরকারের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তোলে তৃণমূল। (TMC Delhi Chalo)


তৃণমূলের দাবি, রবিবার সন্ধে ৬টা বেজে ৪৫ মিনিটে ভিস্তারার ইউকে ৭৩৮ বিমানে যাওয়ার কথা উত্তর ২৪ পরগনার প্রায় ১২০ জন তৃণমূল নেতা-কর্মীর। কিন্তু আচমকা, সেই বিমান বাতিল করেছে ওই বিমান সংস্থা।


১০০ দিনের কাজের বকেয়া টাকা মিলছে না বলে সেই অভিযোগে শনি এবং রবিবার দিল্লিতে ধর্না কর্মসূচি রয়েছে জোড়াফুল শিবিরের। তার অনুমতি জোগাড় নিয়েও সমস্যা দেখা দেয়। দিল্লি পুলিশ বার বার অনুরোধ ফেরায় বলে জানা যায়। এবার অভিযানের আগে দিল্লি রওনা দেওয়ার পথেও বাধা আসছে বলে তৃণমূলের অভিযোগ। 


তৃণমূলের দাবি, তাদের ধর্না-আন্দোলন আটকাতে বিজেপি ষড়যন্ত্র করছে। দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, "ট্রেন ক্যানসেল করেও শান্তি। দিল্লি অভিযান এত ভয় পাচ্ছে। প্লেনও ক্যানসেল করছে। ১৩০ জন তৃণমূল কর্মী কাল বিকেলে প্লেন যাচ্ছিলেন। সেই প্লেন ক্যানসেল করছে কেন্দ্রীয় সরকার। বিজেপি ভয়ে কাঁপছে, তৃণমূল কংগ্রেস দিল্লিতে আসছে বলে।"


ট্রেন না পেয়ে ইতিমধ্যেই বাসে চেপে দিল্লি রওনা দিয়েছে বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূল কর্মী -সমর্থকরা। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা,  ' বিজেপির প্রত্যেক নেতাকে বলছি, এটা তৃণমূলের কর্মসূচি নয়, মানুষের কর্মসূচি। ২-৩ অক্টোবর, মানুষের জন্য রাস্তায় নামুন। অধিকার যেন ছিনিয়ে আনতে পারি, মানুষের পাশে দাঁড়ান। ' 


শুক্রবার এক্স প্ল্যাটফর্মে অভিষেক বলেছিলেন, স্টপ মি ইফ ইউ ক্যান... পারলে রুখে দেখাও। শনিবারও তাঁর গলায় সেই হুঙ্কারই শোনা গিয়েছিল। কেন্দ্রকে একহাত নিয়ে অভিষেক বললেন, এটা নতুন ভোরের সূচনা, বকেয়া আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে'। অভিষেক আরও বলেন, ' বিজেপির বিরুদ্ধে বাংলার মানুষ সোচ্চার হয়েছে। মানুষ ভোট দিয়েছে। ২০২১ সালের পর যা নির্বাচন হয়েছে বিজেপি ( BJP ) মুখ থুবড়ে পড়েছে। ২ অক্টোবর, দিল্লিতে আন্দোলন করার জন্য চিঠি লিখেছিলাম, সর্বত্র আমাদের অনুমতি দিতে অস্বীকার করেছে। কোনও বাধা আমাদের সংকল্পকে দমন করতে পারেনি।'