রঞ্জিত সাউ , ভাস্কর মুখোপাধ্যায় , করুণাময় সিংহ , পূর্ণেন্দু সিংহ, কমলকৃষ্ণ দে , কৃ্ষ্ণেন্দু অধিকারী, কলকাতা : তৃণমূলের সোশাল মিডিয়া ও আইটি সেলের তরফে কলকাতা-সহ জেলায় জেলায় কার্টুন-সহ ফ্লেক্সে নিরুদ্দেশ ঘোষণা। কার্টুন চরিত্রটির কোথায় বাড়ি, কেমন দেখতে, কী অসুখ, বিশেষ চিহ্নের উল্লেখ থাকলেও, কারও নাম করা হয়নি। কিন্তু তা ঘিরে জল্পনার শেষ নেই।
কোথায় পড়েনি সেই পোস্টার ?
বরানগর, বিধাননগর স্টেশন, সল্টলেকের করুণাময়ী, বিকাশ ভবন, হাওড়ার বালির বিভিন্ন এলাকা, মালদার ইংরেজবাজার, বাঁকুড়া ও বর্ধমান শহরে এ ধরনের ফ্লেক্স ও হোর্ডিংয়ে ছয়লাপ হয়ে গিয়েছে।
পূর্ব বর্ধমান জেলার বিজেপি সহ সভাপতি শ্যামল রায়ের দাবি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই কটাক্ষ করে ফ্লেক্স লাগিয়েছে তৃণমূল। যদিও কার প্রতি ইঙ্গিত বলছে না পোস্টার বা তৃণমূলের কেউ । তবে মন্তব্যে ভালই বোঝা যাচ্ছে তির কার দিকে। তৃণমূলের সোশাল মিডিয়া ও আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যর দাবি, ডিসেম্বরের তারিখ ঘোষণা করে কোনও ব্যক্তি কার্টুন চরিত্রে পরিণত হয়েছেন। তাই নাম না থাকলেও, সবাই বুঝবে কাকে বলা হয়েছে।
তাত্পর্যপূর্ণভাবে একটা কার্টুন ব্য়বহার করা হয়েছে। কার্টুনের সাদা পাঞ্জাবি। গেরুয়া উত্তরীয়। নিচে লেখা হয়েছে, দ্রুত সন্ধান দিন। তাত্পর্যপূর্ণ ভাবে নাম ব্যবহার করা হয়নি। তাঁর কিছু অসুখ চিহ্নিত করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। ভোট এলেই লাইট বন্ধ করে দেন।
আরও পড়ুন :
দেশেও বাড়ল দৈনিক করোনাগ্রাফ, সংসদে মাস্ক পরা হল বাধ্যতামূলক ! আবার কি ফিরছে সেই দিন?
শুভেন্দুর সভা ঘিরে জটিলতা
অন্যদিকে আজ পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘিতে শুভেন্দুর সভা ঘিরে জটিলতা তৈরি হয়েছে। শুভেন্দুর সভায় অনুমতি মিলল না মহকুমাশাসকের। মঙ্গলবার মহকুমাশাসকের দফতর থেকে চিঠি পাঠানো হয়েছে বিজেপি নেতৃত্বকে। চিঠিতে পুলিশের আপত্তি থাকার উল্লেখ। পুলিশের আপত্তি থাকায় সভার অনুমতি দেওয়া সম্ভব নয়, জানিয়েছেন মহকুমাশাসক। আজ পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘিতে জনসভা করছেন না শুভেন্দু অধিকারী। সাংবাদিক বৈঠক করে বিকেলে নিজের বক্তব্য জানাবেন বিরোধী দলনেতা।