অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: কে হবেন কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) অ্যাকাউন্টস কমিটির (Accounts Committee) চেয়ারম্যান (Chairman)? বিরোধী দলের কোনও কাউন্সিলর? নাকি রাজ্য বিধানসভার মতো এক্ষেত্রেও শাসকের লোককেই বসানো হবে দায়িত্বে? মনোনয়নপর্ব মিটতেই তা নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া।  


কে হবে পুরসভার অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান


সবুজ সুনামি বয়ে গিয়েছে এবারের কলকাতা পুরভোটে। ছোট লালবাড়িতে বিরোধী শিবিরের অস্তিত্ব কার্যত টিমটিমে। আর তা থেকেই উঠছে প্রশ্ন, কাকে করা হবে কলকাতা পুরসভার অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান? প্রথা মেনে বিরোধী শিবির থেকেই কাউকে নির্বাচিত করা হবে? নাকি রাজ্য বিধানসভার মতো কলকাতা পুরসভাতেও অ্যাকাউন্টস কমিটির দায়িত্ব দেওয়া হবে শাসকদলেরই কাউকে।  


বৃহস্পতিবার ছিল কলকাতা পুরসভার অ্যাকাউন্টস কমিটি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মোট ৭ সদস্যের হয় এই কমিটি। তার মধ্যে থেকেই একজনকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। কলকাতা পুরসভার ৩ জন বিজেপি কাউন্সিলর অ্যাকাউন্টস কমিটি নির্বাচনে মনোনয়ন জমা দেননি। কলকাতা পুরসভা সূত্রে খবর, কংগ্রেসের সন্তোষ পাঠক, বামেদের মধুছন্দা দেব এবং তৃণমূলের ৫ জন সহ মোট ৭ জনের নামই জমা পড়েছে। তাই অ্যাকাউন্টস কমিটির সদস্য নির্বাচনের জন্য আর ভোটাভুটির প্রয়োজন পড়েনি। 


শেষ হয়েছে মনোনয়ন পর্ব


কলকাতা পুরসভার মুখ্য সচেতক বাপ্পাদিত্য দাশগুপ্ত বলেন, 'আমাদের ৫ জন দিয়েছেন মনোনয়ন। অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে হবেন পরে ঠিক হবে। কেউ বিরোধী সেভাবে ঠিক হয়নি।' এখন দেখার চেয়ারম্যান কাকে করা হয়? কলকাতা পুরসভা মেয়র ফিরহাদ হাকিম বলেন, 'দেখা যাক এরপর কাকে করা হয়।'


কলকাতা পুরসভার ৯২ নম্বর ওয়ার্ডের সিপিআই কাউন্সিলর মধুছন্দা দেব বলেন,'দল নির্দেশ দিয়েছে। তাই নমিনেশন জমা দিয়েছি। কিন্তু আমরা যতজন রয়েছি কারওরই তো বিরোধী দলের তকমা নেই। আদৌ বিরোধী কাউকে দেবে কিনা, দেখা যাক।'


আরও পড়ুন: Hooghly News: প্রকল্পে কেন্দ্রের ৬০ শতাংশ টাকা, উদ্বোধনে একা মুখ্যমন্ত্রী কেন? প্রশ্ন রেলের


বিজেপি কাউন্সিলর সজল ঘোষের বক্তব্য, তৃণমূলের যা সংখ্যাধিক্য রয়েছে, তাতে আমাদের মনোনয়ন জমা দিয়েও লাভ হত না। তাই মনোনয়ন জমা দিইনি। কলকাতা পুরসভায় এর আগের টার্মে বিজেপির টিকিটে নির্বাচনে জিতে তৃণমূল যোগ দেওয়া বাপি ঘোষকে অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়েছিল। কী হয় সেটাই দেখার। 
কে হবেন চেয়ারম্যান?