কলকাতা: গত ২০১৮ সালে মুক্তি পেয়েছিল শেষ ছবি। তারপর আর বড় পর্দায় দেখা যায়নি শাহরুখ খানকে (Shah Rukh Khan)। মাঝে বেশ কয়েকটা বছর কেটে গিয়েছে। রুপোলি পর্দার দর্শকরা পর্দায় কিং খানের জাদু দেখার অপেক্ষায় দিন গুনছেন। কিন্তু অপেক্ষার প্রহর যেন কিছুতেই কাটছে না। যদিও গত বছর বেশ কয়েকটা ছবির ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, একসঙ্গে বেশ কয়েকটি ছবি আসতে চলেছে তাঁর। দীপিকা পাড়ুকোনের সঙ্গে 'পাঠান' এবং রাজকুমার হিরানির পরিচালনায় 'ডাঙ্কি' আসছে শীঘ্রই। এর পাশাপাশি পরিচালক অ্যাটলির (Atlee) পরবর্তী ছবিতে যে থাকতে চলেছেন কিং খান, তা শোনা গেলেও নাম জানা যায়নি। অবশেষে আজ সেই ছবির নাম জানা গেল।


শাহরুখ খানের পরবর্তী ছবির নাম-


মাঝে চারটে বছর ইতিমধ্যেই কেটে গিয়েছে। পর্দায় দেখা পাওয়া যায়নি শাহরুখ খানের। কিন্তু কিং খান যে 'বাদশা'র মতোই কামব্যাক করবেন, তা বলাই বাহুল্য। তাই তো একসঙ্গে একাধিক ছবি আসতে চলেছে তাঁর। গত বছর তিনি শুরু করেছেন 'পাঠান' ছবির। যাতে তাঁকে দেখা যাবে দীপিকা পাড়ুকোনের বিপরীতে। আবার শাহরুখ খানকে ক্যামিও চরিত্রে দেখা যাবে সলমন খানের 'সুলতান' ছবিতে। এর পাশাপাশি কয়েকদিন আগেই পরিচালক রাজকুমার হিরানি ঘোষণা করেন যে, বলিউডের বাদশার সঙ্গে তাঁর আগামী ছবি 'ডাঙ্কি' আসছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, এই ছবিগুলির সঙ্গে তাঁকে দেখা যাবে অ্যাটলির পরবর্তী ছবিতেও। ছবির সেট থেকে কিছু দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। আজ সংযুক্ত আরব আমিরসাহীর এক ফিল্ম ক্রিটিক তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শাহরুখ খানের আগামী ছবির নাম প্রকাশ্যে আনেন। তাঁর পোস্ট অনুসারেই জানা গিয়েছে, অ্যাটলির পরিচালনায় শাহরুখ খানের আগামী ছবির নাম 'জওয়ান' (Jawan)। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের উচ্ছ্বাস চোখে পড়ে ছবির নাম জানা যেতেই। যদিও শাহরুখ খান কিংবা পরিচালকের পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিশিয়ালি কিছু ঘোষণা করা হয়নি।


আরও পড়ুন - Prithviraj Film Tax-free: 'সম্রাট পৃথ্বীরাজ' ছবিকে করমুক্ত করার ঘোষণা উত্তরাখণ্ড মুখ্যমন্ত্রীর


প্রসঙ্গত, বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, অ্যাটলির পরিচালিত শাহরুখ খান অভিনীত 'জওয়ান' ছবিতে দেখা যাবে দক্ষিণের জনপ্রিয় নায়িকা নয়নতারাকে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে সনয়া মলহোত্র এবং সুনীল গ্রোভারকে। দর্শকরা অপেক্ষায় বসে রয়েছেন প্রিয় কিং খানকে পর্দায় দেখার জন্য।