কলকাতা:  শিয়ালদা মেট্রোর (Sealda) উদ্বোধন ঘিরে এখনও অব্যাহত অশান্তি। মুখ্যমন্ত্রীকে (Cm Mamata Banerjee) বাদ দিয়েই কেন শিয়ালদা (Sealdah)-সল্টলেক (Saltlake) মেট্রোর উদ্বোধন? প্রতিবাদে মেট্রো ভবনের সামনে বিক্ষোভে মদন মিত্র (Madan Mitra)। তৃণমূল (TMC) সমর্থিত কর্মী ইউনিয়নকে সঙ্গে নিয়ে বিক্ষোভ বুধবার বিক্ষোভ দেখান মদন মিত্র। 


গত সোমবার চালু হয়েছে শিয়ালদা পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো (East West Metro) রেলের পরিষেবা। উদ্বোধন করেন, কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। । স্থানীয় তৃণমূল সাংসদ ও বিধায়ককে আমন্ত্রণ করা হলেও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Cm Mamata Banerjee) আমন্ত্রণ জানানো হয়নি। এ’নিয়ে শুরুতেই তুঙ্গে ওঠে তরজা। তবে উদ্বোধনের ২৪ ঘণ্টায় আগে আমন্ত্রণ পত্র পৌঁছয় মুখ্যমন্ত্রীর কাছে। নয়া বিতর্ক তৈরি হয় এরপরেও। পাঠানো আমন্ত্রণ পত্রে নাম ছিল না মুখ্যমন্ত্রীর। 


পাশাপাশি এ দিনই মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরে যান। মুখ্যমন্ত্রী শহরে না থাকাকালীনই কেন শিয়ালদা মেট্রোর উদ্বোধন? কেন ২৪ ঘণ্টা আগে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ? এই সব প্রশ্ন ঘিরেই তরজা চলছে তৃণমূল ও বিজেপির মধ্যে। বিতর্কের আবহেই সোমবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর অষ্টম স্টেশন শিয়ালদা মেট্রোর উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। 


ইস্ট-ওয়েস্ট প্রকল্পের কৃতিত্ব কার? গত ১১ জুলাই উদ্বোধনের দিনেই, তা নিয়ে চরমে উঠল চাপানউতোর। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এদিন এই প্রকল্পের জন্য ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদিকে। তৃণমূলের পাল্টা দাবি, এই প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত। আর, সিপিএম মনে করিয়ে দিয়েছে, ২০০৯ সালে প্রকল্পের শিলান্যাস করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য।


আরও পড়ুন: Jagdeep Dhankhar: রাজ্যকে তীব্র আক্রমণ ধনকড়ের, 'রাজভবন তামাশার জায়গা হয়ে উঠেছে,' পাল্টা পার্থ-বিমান


উল্লেখ্য, আগামিকাল থেকে মেট্রো ছুটবে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত। যাত্রী সংখ্যা বাড়ার ভাবনায় সেদিন থেকে মেট্রোর পরিষেবা বাড়িয়ে ১০০ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত পরিষেবা।