কলকাতা: বিজেপি-বিরোধীদের I.N.D.I.A জোটে আসন সমঝোতার জন্য় ইতিমধ্য়েই তৎপর তৃণমূল (Trinamool)। সূত্রের খবর, মুম্বইয়ের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের বক্তব্য ছিল, বেশি দেরি করা অর্থহীন। কিন্তু, আসন সমঝোতা নিয়ে তৃণমূলের এই তাড়াহুড়ো কেন? অভিন্ন ন্য়ূনতম কর্মসূচি ঠিক হওয়ারও আগে, তারা এই বিষয়টিতে এত গুরুত্ব দিচ্ছে কেন? তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।


আসন সমঝোতায় কেন তৎপর? লোকসভা ভোট সময়মতো হলে এখনও বাকি প্রায় সাত মাস তার আগে বছরের শেষে পাঁচটি রাজ্য়ে বিধানসভা ভোট রয়েছে।  যার মধ্য়ে ৩টিতে আগের বিধানসভা ভোটে জিতেছিল কংগ্রেস। ফলে এই রাজ্য়গুলির ভোট নিয়ে তারা ব্য়স্ত থাকলেও, তৃণমূল চাইছে এখনই লোকসভা ভোটের জন্য় বিরোধী জোটের আসন সমঝোতা সেরে ফেলতে। সূত্রের দাবি, শুক্রবার I.N.D.I.A-র বৈঠকেই আসন সমঝোতা নিয়ে আলোচনা চেয়েছিলেন তৃণমূলনেত্রী। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের বক্তব্য ছিল, সেপ্টেম্বরের মধ্যেই ফয়সালা করা হোক। তা না হলে বড়জোড় ১৫ অক্টোবর পর্যন্ত পিছিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু তার বেশি দেরি করা অর্থহীন। সূত্রের দাবি, বৃহস্পতিবারের বৈঠকেও মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, নষ্ট করার মতো সময় নেই। এখন থেকেই জোটকে ঐক্য়বদ্ধ করে ঝাঁপিয়ে পড়তে হবে। এখনই সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে ঝাঁপাতে হবে।


রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, আসন সমঝোতা নিয়ে তৃণমূলের এত তাড়া কেন? জোট-আলোচনার শুরু থেকেই তারা আসন সমঝোতায় এত গুরুত্ব দিচ্ছে কেন? জোটের অভিন্ন ন্য়ূনতম কর্মসূচি ঠিক হওয়ারও আগে, এই বিষয়টি চূড়ান্ত করতে বাংলার শাসক দল এত তৎপর কেন? এপ্রসঙ্গে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় বলেন, “খুব তাড়ায় আছেন। এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে সাংবাদিক বৈঠকের আগেই বেরিয়ে যাচ্ছেন। আদানির বিরুদ্ধে সাংবাদিক বৈঠক হচ্ছে উনি চুপ। এই কার্যপ্রণালী দেখেই বোঝা যায়। মুখ্যমন্ত্রীর বিশ্বাসযোগ্যতা নিয়ে আমরা সন্দিহান।’’ পাল্টা তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, “মানুষের স্বার্থ তার কাছে বড়। বিজেপির যারা দালালি করছে তারা এই ধরনের কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছে।’’

বাংলায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কট্টর তৃণমূল-বিরোধী। আর তিনি আগাগোড়াই বামেদের সঙ্গে যাওয়ার পক্ষপাতী। হাইকমান্ড তাঁর ওপর বাংলার আসন সমঝোতার সিদ্ধান্ত ছাড়লে তৃণমূলের যে কোনও সুবিধা হবে না, তা বলার অপেক্ষা রাখে না। তাই কি কংগ্রেস শীর্ষনেতৃত্বের থেকে আসন সমঝোতার বিষয়টিতে সিলমোহর আদায় করে নিতে চাইছে তৃণমূল? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। সদ্য তৃতীয় বৈঠকে বিরোধী জোট 'I.N.D.I.A'-র বিভিন্ন কমিটি তৈরি হয়েছে। এখনও অবধি এই জোটের অভিন্ন ন্য়ূনতম কর্মসূচি ঠিক হয়নি। কীভাবে প্রচার হবে সে বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। শেষ অবধি বাংলায় আসন সমঝোতা নিয়ে কবে সিদ্ধান্ত হবে, কী সিদ্ধান্ত হবে? সেটাই দেখার।


আরও পড়ুন: Jadavpur University: ছাত্রমৃত্যুর ২৫ দিন পার, যাদবপুর ক্যাম্পাসে UGC প্রতিনিধিরা