আশাবুল হোসেন, অনির্বাণ বিশ্বাস ও ব্রতদীপ ভট্টাচার্য, মুম্বই :  বিরোধী জোটের বৈঠকের শেষে সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকলেন না মমতা বন্দ্য়োপাধ্য়ায় ( Mamata Banerjee )  কিংবা অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ( Abhishek Banerjee ) । সূত্রের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস এবং রাহুল গান্ধীকে ( Rahul Gandhi ) নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এনিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। 


 '২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করার লক্ষ্যে আপাতত রাজনৈতিক স্বার্থকে দূরে সরিয়ে একজোট হওয়ার দাবি করছে বিরোধীরা। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এদিন বলেন, আমাদের মধ্য়ে মতভেদ আছে, এটা সত্য়ি, সেগুলো যতটা সম্ভব কমারো ও দূর করার চেষ্টা করেছি। 


দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ' আগামীদিনে জোর করে দেখাবে আমাদের মধ্যে জোর লড়াই। আমরা কেউ পদের জন্য এখানে আসিনি৷ সব বৈঠক অত্যন্ত খুশি ভাবে হয়েছে। সবাই আজকে নিজেদের মধ্যে দায়িত্ব ভাগ করে নিয়েছে।' 


কিন্তু, দিল্লি, পাঞ্জাব, কিংবা গুজরাতে কংগ্রেস কিংবা আম আদমি পার্টি.,বাংলায় কংগ্রেস-সিপিএম-তৃণমূল, কেরলে কংগ্রেস ও সিপিএমের মধ্য়ে আদৌ আসন সমঝোতা সম্ভব? সিপিএম সাধারণ সম্পাদক সীতাআদৌ কি সবার সঙ্গে সবার মনের মিল হয়েছে? আদৌ কি একের বিরুদ্ধে এক লড়াই সম্ভব? রাম ইয়েচুরি বলেন, "যেখানে কোনও  সমন্বয় সম্ভব নয়, সেখানে যৌথ প্রচার করা হবে না। কংগ্রেস দল কি কেরালায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছেড়ে দেবে এবং সবকিছু সিপিআই(এম)-কে হস্তান্তর করবে? এটা সম্ভব নয়। আমরা পরিস্থিতির ভিত্তিতে এগিয়ে যাব। আমরা বিশ্বাস করি যে সংখ্যাগরিষ্ঠ আসনে বোঝাপড়া হবে।"


রাজনৈতিক মহলে এই প্রশ্নও উঠছে, শুক্রবার মুম্বইয়ে বিরোধী জোটের এতবড় বৈঠকের শেষে সাংবাদিক বৈঠকে কেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় কিংবা অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় উপস্থিত থাকলেন না? প্রায় প্রত্য়েকটি বিরোধী দলের প্রধান শেষ বক্তব্য় রাখলেও, কেন মমতা-অভিষেক সংবাদমাধ্য়মের সামনে এলেন না? বৈঠক শেষ হতেই কেন তাঁরা তড়িঘড়ি বেরিয়ে গেলেন?


সূত্রের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস এবং রাহুল গান্ধীকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি জানতে চান, নিজেদের মধ্য়ে আলোচনা না করেই রাহুল গান্ধী আদানি ইস্যু তুললেন কেন? সূত্রের দাবি, মমতা বন্দ্য়োপাধ্য়ায় এও বলেন, সবার সঙ্গে আলোচনা জরুরি। কংগ্রেস একা ইস্য়ু তৈরি করতে পারে না।
 
এদিন মুম্বইয়ের বৈঠকে সমন্বয় কমিটির ঘোষণা করেছে ইন্ডিয়া জোট। সেখানে জোর দেওয়া হয়েছে তারুণ্যের উপর।
১৪ জনের সমন্বয় কমিটিতে রয়েছেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিহারের উপ মুখ্যমন্ত্রী ও RJD নেতা তেজস্বী যাদব, আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা, ন্যাশনাল কনফারেন্সের সহ সভাপতি ওমর আবদুল্লার মতো তরুণ মুখ । এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, 'জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া' এই স্লোগানকে সামনে রেখে আগামী দিনে প্রচার করা হবে। তবে লোগো কী হবে, তা এদিনের বৈঠকে চূড়ান্ত হয়নি। ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠক দিল্লিতে। 

আরও পড়ুন :


 'দিদি মোদির সঙ্গে যোগাযোগ রাখছেন, আর খোকাবাবু আরেকদিকে', অধীরের কটাক্ষ