কলকাতা: কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার জন্য যোগ্যতা নির্ণায়ক স্টেট এলিজিবিলিটি টেস্টের (SET) আবেদনের সময়সীমা বাড়ল। আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। বিজ্ঞপ্তি প্রকাশ করে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন (College Service Commission ) জানিয়েছে ৩ সেপ্টেম্বর রবিবার রাত ১২টা পর্যন্ত করা যাবে আবেদন। এর আগে আবেদনের সময়সীমা ছিল ৩১ অগাস্ট পর্যন্ত। আবেদনের জন্য আরও ৩ দিন সময়সীমা বাড়াল কমিশন। 


কীভাবে আবেদন?


আবেদনের জন্য আবেদনকারীকে https://www.wbcsconline.in/Candidate/Profile.aspx এই লিঙ্কে ক্লিক করতে হবে। পাশাপাশি আবেদনের জন্য রাখতে হবে বেশি কিছু নথি। মনে রাখতে হবে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন। জমা করা যাবে ফিও। 


কোন কোন নথি প্রয়োজন?



  • JPG ফর্ম্যাটে পাসপোর্ট সাইজ স্ক্যান করা ফটো রাখতে হবে (সাইজ ৪ থেকে ৪০ কেবি)

  • JPG ফর্ম্যাটে আবেদনকারীর স্ক্যান করা সই থাকতে হবে। (সাইজ ৪ থেকে ৩০ কেবি)

  • ক্রেডিট বা ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি জমা দিতে হবে।

  • পরীক্ষার দিন অ্যাডমিট কার্ডের পাশাপাশি পরীক্ষার্থীকে অবশ্যই সঙ্গে রাখতে সচিত্র পরিচয়পত্র।


গুরুত্বপূর্ণ তারিখ



  • অনলাইন আবেদন এবং ফি পেমেন্টের শেষ দিন ৩ সেপ্টেম্বর, ২০২৩ (রাত ১২টা পর্যন্ত)। 

  • পূর্ববর্তী বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত তথ্য সংশোধন করা যাবে।

  • চলতি বছর ১৭ ডিসেম্বর এই পরীক্ষা হবে।


যোগ্যতার মাপকাঠি



  • যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৫৫ শতাংশ পেলে পরীক্ষায় বসতে পারবেন প্রার্থীরা

  • তবে তফশিলি জাতি, উপজাতি ও অন্যরা, যাঁরা নানাবিধ ছাড় পেয়ে থাকেন, তাঁদের জন্য সেই ছাড় থাকছে SET-এ বসার ক্ষেত্রেও


পরীক্ষার ফি



  • স্টেট এলিজিবিলিটি টেস্টে আবেদন করার জন্য নির্ধারিত ফি ১২০০ টাকা (সাধারণ প্রার্থীদের জন্য)

  • অন্যান্য অনগ্রসর প্রার্থী (নন ক্রিমি লেয়ার)

  • আর্থিকভাবে দুর্বল প্রার্থীদের (EWS) জন্য ফি ৬০০ টাকা

  • তপশিলি জাতি, তপশিলি উপজাতি, প্রতিবন্ধী, ট্রান্সজেন্ডার প্রার্থীদের জন্য পরীক্ষার ফি ৩০০ টাকা।               


ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আরও পড়ুন: SBI Recruitment: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ৬ হাজারেরও বেশি পদে হচ্ছে নিয়োগ, কারা আবেদনের যোগ্য়


Education Loan Information:

Calculate Education Loan EMI