বিজেন্দ্র সিংহ, সুকান্ত মুখোপাধ্য়ায় ও ঝিলম করঞ্জাই, কলকাতা : মুম্বইয়ে বিরোধী জোট INDIA-র বৈঠকের আগে, দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করতে গেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বুধবার কাকভোরে সনিয়া গান্ধীর বাসভনে পৌঁছে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে, অভিষেক দিল্লিতে রাহুলের সঙ্গে বৈঠক করতে গেলেও, এ রাজ্য়ে তৃণমূল-বিরোধিতায় অনড় প্রদেশ কংগ্রেস।
বিরোধী জোট INDIA-র বৈঠকের জন্য়, বৃহস্পতিবার সবার নজর ছিল মুম্বইয়ের দিকে। কিন্তু, আচমকাই সেই স্পটলাইট ঘুরে গেল দিল্লির দিকে। সৌজন্য়ে সাতসকালে বিস্ফোরণের মতো আছড়ে পড়া একটা খবর! বিরোধী জোটের বৈঠকের খবরকে ছাপিয়ে, শিরোনামে উঠে এল দুই বিরোধী নেতার বৈঠক! তার প্রধান কারণ দুটো নাম! রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়! আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বুধবার কাকভোরে সনিয়া গান্ধীর বাসভবন ১০ জনপথে পৌঁছন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। সেখানেই রাহুল গান্ধীর সঙ্গে একান্তে প্রায় একঘণ্টা কথা বলেন তিনি।
আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কংগ্রেস সূত্রে খবর, আগামী বছরের লোকসভা ভোটের রণকৌশল থেকে পশ্চিমবঙ্গে দুদলের বোঝাপড়ার মতো বিষয় উঠে এসেছে দুজনের আলোচনায়। আর এই প্রেক্ষাপটেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি লোকসভা ভোটে বাংলায় আসন সমঝোতা নিয়ে কি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কংগ্রেস হাইকমান্ডই? তৃণমূলকে আসন ছাড়ার প্রশ্নে প্রদেশ কংগ্রেসের মতামতের কি কোনও গুরুত্ব থাকবে না?
এদিকে রাজ্যস্তরে তৃণমূল-বিরোধিতায় অনড় প্রদেশ কংগ্রেস। 'আমার মনে হচ্ছে বাঁচতে দিদি মোদির সঙ্গে যোগাযোগ রাখছেন, আর খোকাবাবু আরেকদিকে'। আরও খোঁচা দিয়ে অধীর বলেন, ' দেখবেন অনেক সময় লাইফ ইনসিওরেন্সের জন্য় ফোন করে। এখন কেউ যদি ভোর সাড়ে ৬টায় পৌঁছে যায় তাহলে কী করবেন? এলআইসি এজেন্ট....' ।
রাহুল-অভিষেক জুটি চমক দেখাবে বলে দু'বছর আগেই মন্তব্য করেছিলেন তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব। অক্ষরে অক্ষরে মিলে গেল, তাঁর সেই ভবিষ্য়দ্বাণী।
পরবর্তীকালে সনিয়া গান্ধীর সঙ্গেও মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সম্পর্কের রসায়ন বারবারই দেখা গেছে। কিন্তু, রাহুলের সঙ্গে তৃণমূল নেত্রীর সম্পর্কে কোনওদিনই মধুর নয়, বলেই রাজনৈতিক মহলে বারবার চর্চা শোনা গেছে। এবার অভিষেকের সঙ্গে রাহুলের সম্পর্ক আগামী দিনে কোন খাতে গড়াবে?
আরও পড়ুন :
মুম্বইয়ে INDIA-র পাল্টা বৈঠকে মহারাষ্ট্রের NDA শিবির