আমতা: ছাত্র নেতা আনিস খান (Anish Khan) হত্যাকাণ্ডে ধৃত হোমগার্ড (Homeguard) কাশীনাথ বেরা ও সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer) প্রীতম ভট্টাচার্যকে আজ উলুবেড়িয়া আদালতে (Uluberia Court) পেশ করা হবে। ভবানী ভবন (Bhawani Bhawan) থেকে নিয়ে যাওয়া হবে আদালতে। পুলিশ সূত্রে খবর, দু’জনকেই হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। জানতে চাওয়া হবে সে রাতে কী ঘটেছিল? কে কে এবং কী কারণে আনিসের বাড়িতে গিয়েছিলেন? ধৃত দু’জনের কাছ থেকে প্রাথমিকভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে পুলিশ সূত্রে খবর।
আমতাকাণ্ডে গতকাল দু’জনকে গ্রেফতার করে পুলিশ। প্রায় ৫ দিন পর ২ জনকে গ্রেফতার করল পুলিশ।একজন হোমগার্ড, আরেকজন সিভিক ভলান্টিয়ার। কিন্তু, বিরোধীদের দাবি, বড় মাথাকে বাঁচাতেই এভাবে তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাদের দাবি, যেখানে খোদ পুলিশই অভিযুক্ত, সেখানে তাকে দিয়ে কখনও নিরপেক্ষ তদন্ত করানো সম্ভব নয়।
সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “মমতা যা বলেছেন ডিজিকে সেই সুরে সুর মেলাতে হবে। সিট আদৌ ফাংশনাল তা পরিবার কেন কেউই বিশ্বাস করে না।’’ তদন্ত নিরপেক্ষ হচ্ছে, আস্থা রাখুন বলে দাবি তৃণমূলের। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রী বলেছে সিট নিরপেক্ষভাবে তদন্ত করবে। আস্থা রাখুন।’’ গতকাল এবিষয়ে বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, “প্রমাণিত হল পুলিশই দায়ী। এর পেছনে সরকার আছে, পার্টি আছে।’’
এদিকে, এখনও সিবিআই (CBI) তদন্তে অনড় আনিসের পরিবার। সিটের (SIT) ওপর তাঁদের আস্থা নেই। তাকিয়ে রয়েছেন হাইকোর্টের (Calcutta High Court) মামলার দিকে। রাজ্য পুলিশের (West Bengal Police) তোলা অসহযোগিতার অভিযোগ খারিজ করে আনিসের (Anish Khan)পরিবার জানিয়েছে, তাঁরা চান সিবিআই তদন্ত অথবা আদালতের হস্তক্ষেপ।
আরও পড়ুন: Anish Khan Death Update: আনিস-কাণ্ডে সিবিআই তদন্তের দাবি, যাদবপুরে অবস্থান-বিক্ষোভ অধ্যাপকের