বিজেন্দ্র সিংহ ও শিবাশিস মৌলিক, রুমা পাল, কলকাতা: শেষবার পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন হয়েছিল ২০০২ সালে। ২৩ বছর পর, ছাব্বিশের বিধানসভা ভোটের আগে কি ফের সেই প্রক্রিয়া চালাবে নির্বাচন কমিশন? এই প্রশ্ন নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে কাজ করছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল। উত্তর দিয়েছে বিজেপি। 

বিহারের পর কি পশ্চিমবঙ্গ? এ রাজ্য়েও কি শীগগিরই ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হবে? এই নিয়ে জল্পনার পারদ যেমন চড়ছে, তেমন রাজনৈতিক তরজাও তুঙ্গে উঠছে। তৃণমূল-সহ বাকি বিরোধীদের অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে কাজ করছে। শুক্রবার লোকসভার অধ্যক্ষের ডাকা সর্বদলীয় বৈঠকেও বিষয়টি তোলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলছেন, 'এখনকার নির্বাচন কমিশন একেবারে সরকার পক্ষের হয়ে, সরকারের পার্টি অফিসের মতো কাজ করছেন। সরাসরি তারা ভারতীয় জনতা পার্টির নির্দেশে কাজ চালাচ্ছেন বলে আমাদের মনে হয়। আশ্চর্যজনকভাবে বিহারের যে ভোটার তালিকা সংশোধন হচ্ছে ++ প্রায় ৬০ লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দিলেন। এইভাবে ভোটারের নাম বাদ দেওয়া যায় না।'

পশ্চিমবঙ্গে শেষবার ভোটার তালিকার বিশেষ সংশোধন হয়েছিল ২০০২ সালে। সেবার ভোটার লিস্টে ৪ কোটি ৮৬ লক্ষের নাম ছিল। কিন্তু সংশোধনের পর ভোটার সংখ্যা হয় ৪ কোটি ৫৮ লক্ষ। অর্থাৎ প্রায় ২৮ লক্ষ ভোটারের নাম বাদ যায়। শুক্রবার বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রথম ধাপ শেষ হয়েছে। মোট নাম বাদ পড়ছে ৬৫ লক্ষ ২০ হাজার। এর মধ্য়ে মৃত প্রায় ২২ লক্ষ। একই ব্য়াক্তির একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে এমন প্রায় ৭ লক্ষের নাম বাদ পড়েছে। পাকাপাকিভাবে অন্য়ত্র চলে গেছে কিংবা খোঁজ মেলেনি এই সংখ্য়াটা প্রায় ৩৫ লক্ষ। এখনও ফর্ম জমা করেননি - ১ লক্ষ ২০ হাজার। এখন প্রশ্ন হল, বিহারের পর পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ সংশোধন হলে কত নাম বাদ পড়তে পারে? 

বিহারের পর পশ্চিমবঙ্গে কি শুরু হবে ভোটার তালিকার বিশেষ সংশোধন? এই জল্পনার মধ্যেই রাজ্যে শুরু হয়েছে বুথ লেভেল অফিসারদের ট্রেনিং। দিল্লি এবং এ রাজ্যে দুই জায়গাতেই ট্রেনিং চলছে। আগে কোনওদিনও এই ট্রেনিং হয়নি। এটা হলে ভোটার তালিকার বিশেষ সংশোধনে সুবিধা হবে বলেই জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। বছর ঘুরলেই ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। আর এই প্রেক্ষাপটেই যে প্রশ্ন জোরালো হয়ে উঠছে তা হল এবারও বিহারের পরে বিধানসভা নির্বাচনের আগে কি পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হবে? আর প্রেক্ষাপটেই প্রথমবার বুথ লেভেল অফিসার বা BLO-দের ট্রেনিং শুরু হল পশ্চিমবঙ্গে।  দিল্লি এবং এ রাজ্যে দুই জায়গাতেই ট্রেনিং চলছে। প্রত্যেক বিধানসভা কেন্দ্র থেকে ৩ জন করে BLO-কে দিল্লি পাঠিয়ে ট্রেনিং দেওয়ার কাজ শুরু হয়েছে।  

এই পরিস্থিতিতে প্রশ্ন হল পশ্চিমবঙ্গে কি দ্রুত ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হবে? তাই কি বুথ লেভেল অফিসারদের ট্রেনিং শুরু হল? অগাস্ট মাস থেকে এ রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হতে পারে। CEO দফতর সূত্রে খবর, তাদের তরফ থেকে সব প্রস্তুতি সম্পূর্ণ। দিল্লি থেকে নির্দেশ এলেই ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হয়ে যাবে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে স্বতন্ত্র করতে চেয়ে সম্প্রতি মুখ্যসচিবকে চিঠি দেয় জাতীয় নির্বাচন কমিশন। যেখানে অতিরিক্ত মুখ্য় নির্বাচনী আধিকারিক, যুগ্ম মুখ্য় নির্বাচনী আধিকারিক, ডেপুটি মুখ্য় নির্বাচনী আধিকারিকের পদে নিয়োগের অনুরোধ জানানো হয়েছিল। এবার সেই প্রক্রিয়া শুরু করল নবান্ন। রাজ্য় সরকারের তরফে এই তিনটি পদের জন্য় তিনটি করে নামের প্য়ানেল পাঠানো হয়েছে। এর মধ্য়ে থেকে একটি নাম বেছে নেবে মুখ্য় নির্বাচনী আধিকারিকের দফতর।