কলকাতা: এবার ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প নিয়ে নিজের পুরনো দলকে কটাক্ষ করলেন বাবুল সুপ্রিয়। ট্যুইটারে তিনি লেখেন, মাননীয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে ঝালমুড়ি খেয়েছিলাম বলে আমাকে নিজের দলের লোকের কাছে ট্রোলড ও হেনস্থার মুখে পড়তে হয়েছিল। কারণ সেই  সময়ে মুখ্যমন্ত্রীর সহযোগিতা ছাড়া জবরদখলের সমস্যার সমাধান সম্ভব ছিল না। তিনি ফিরহাদ হাকিমকে দত্তাবাদ ও অন্যান্য সমস্যা সমাধান করতে বলে আমাকে সাহায্য করেছিলেন। রাজনীতির ঊর্ধ্বে উঠে বাংলার জন্য কাজ করেছিলাম। এখন সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত প্রায় সব কাজই শেষ। এবার কি বিজেপি ওই রুটের উদ্বোধনের জন্য আমাকে কৃতিত্ব দেবে? না দিলে, আমি কিছু মনে করব না। কারণ, আমি আমার কাজ করেছি।


 



এ বিষয়ে পরপর বেশ কয়েকটি ট্যুইট করেছেন বাবুল।