মুম্বই: জানুয়ারির শেষে লন্ডনের (London) উদ্দেশে পাড়ি দিতে চলেছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা (Bollywood Star Ayushmann Khurrana)। আগামী ছবি 'অ্যান অ্যাকশন হিরো'র (An Action Hero) শ্যুটিং সারবেন সেখানেই। মঙ্গলবার এমনটাই জানালেন ছবির প্রযোজকেরা। এই অ্যাকশন ঘরানার ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে ভূষণ কুমারের টি-সিরিজ (Bhushan Kumar-led T-Series) ও পরিচালক আনন্দ এল রাইয়ের সংস্থা 'কালার ইয়েলো প্রোডাকশনস' (Aanand L Rai's Colour Yellow Productions)।


ছবির পরিচালনা করছেন অনিরুদ্ধ আইয়ার (Anirudh Iyer)। এটিই তাঁর প্রথম ছবি। এর আগে তিনি আনন্দ এল রাইয়ের 'তনু ওয়েডস মনু রিটার্নস' (Tanu Weds Manu Returns) ও 'জিরো' (Zero) ছবিতে সহ পরিচালনার দায়িত্ব সামলেছেন।


গত বছর অক্টোবরে এই ছবির কথা ঘোষণা করেন আনন্দ এল. রাই। জানিয়েছিলেন গোটা টিম ছবির কাজ শুরু করতে আগ্রহী। 'আমরা 'অ্যান অ্যাকশন হিরো' অবশেষে ফ্লোরে যাচ্ছে বলে খুবই উত্তেজিত এবং সেই সঙ্গে চরিত্রটিতে আয়ুষ্মানকে চরিত্রে প্রাণ দিতে দেখতে পাওয়ার জন্য আনন্দিত।' বিবৃতিতে বলেন পরিচালক।


আরও পড়ুন: Dhinchak Pooja: নতুন গান নিয়ে হাজির ঢিনচ্যাক পূজা, হেসে খুন নেটিজেনরা


টি-সিরিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ভূষণ কুমার বলেন, এই ছবির গল্পটি মজার ও টাটকা। 'আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ছবির শ্যুটিং লন্ডনে শুরু হবে এবং দর্শকদের ছবিটি দেখানোর জন্য তর সইছে না।' 'অ্যান অ্যাকশন হিরো' ছবিটির অপর প্রযোজক কৃষণ কুমার। 


আয়ুষ্মান খুরানা প্রথম থেকেই একটু অন্য ধরনের ছবিতে অভিনয় করার জন্য বিখ্যাত। কখনও 'স্পার্ম ডোনর' (Sperm Donor) তো কখনও সমকামীর চরিত্রে। প্রত্যেক ছবিতেই প্রশংসিত হয়েছে তাঁর অভিনয় দক্ষতা। সম্প্রতি মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা ও বাণী কপূর (Vaani Kapoor) অভিনীত 'চণ্ডীগড় করে আশিকি' (Chandigarh Kare Aashiqui)। এই ছবি প্রথম দিনেই ৩.৭৫ কোটি টাকার ব্যবসা করে।